হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ … র্যাব সদস্যরা টেকনাফে ১ লাখ ২২ হাজার ইয়াবাসহ মাদককারবারী গ্রেপ্তার করেছে। র্যাব—৭ এর সদস্যরা টেকনাফে মুরগীর খামারে অভিয়ান চালিয়ে অভিনব কায়দায় লুকানো প্লাস্টিকের ড্রামের ভিতরে বিশেষ কায়দায় রক্ষিত ১ লাখ ২২ হাজার ১৪০ পিস ইয়াবাসহ এক মাদককারবারীকে গ্রেফতার করা হয়েছে। ধৃত মাদককারবারী টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী গ্রামের মোহাম্মদ হোছনের পুত্র আহমদ কবির। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃত মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
র্যাব—৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ নূরুল আবছার অভিযানের সত্যতা নিশ্চিত করে জানায়, ২৬ জানুয়ারী গভীররাতে চট্টগ্রাম র্যাব—৭ এর একটি চৌকষ একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী হযরত ফাতেমা (রাঃ) আদর্শ নুরানী মাদ্রাসার পশ্চিমে মোহাম্মদ হোছনের পুত্র আহমদ কবিরের মুরগির খামারের দুচালা টিনের ঘরে অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে ঘরের মালিক আহমদ কবিরকে (৩৫) আটক করে। পরে ধৃত ব্যক্তির স্বীকারোক্তিতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে তার ঘরে তল্লাশী চালিয়ে অভিনব কায়দায় লুকানো প্লাস্টিকের ড্রামের ভিতরে বিশেষ কায়দায় রক্ষিত ১ লাখ ২২ হাজার ১৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃত মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ##
Leave a Reply