পিছিয়ে পড়েও ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে সান্টিয়াগো বার্নাবুতে ডিপোর্টিভো লা করুনাকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। বর্তমান চ্যাম্পিয়নদের ৫-১ গোলের বড় জয়ের দুটি গোলই এসেছে পেনাল্টি থেকে।
এই জয়ের পরও আসছে সপ্তাহে এল ক্ল্যাসিকোয় ন্যু ক্যাম্পে বার্সেলোনার মুখোমুখি হওয়ার আগে ৮ পয়েন্টে পিছিয়ে রিয়াল। লিগে শুরুটা ভালো না হলেও শেষ দুই ম্যাচের জয়ে সপ্তাহান্তে টিটো ভিলানোভার দলের বিপক্ষে মাঠে নামার আত্মবিশ্বাস তুঙ্গেই থাকবে রিয়ালের।
খেলার ধারার বিপরীতেই ১৬ মিনিটে গোল করে অতিথিদের এগিয়ে নেন ইভান সানচেজ ‘রিকি’। রিয়াল ডিফেন্ডার কেপলার লিমা ‘পেপে’ নিজেদের সীমানে থেকে বল কেড়ে একাই উঠে যান প্রতিপক্ষের রক্ষণভাগে। যতক্ষণে রোনালদোকে বল দিতে চাইলেন তখন আর তার নিয়ন্ত্রণে তা নেই। প্রতি আক্রমণে বার্নাব্যুকে স্তব্ধ করে এগিয়ে যায় ডিপোর্টিভো।
মিনিট তিনেক পরে মেসুত ওজিল প্রতিপক্ষের বক্সে ডি মারিয়াকে খুঁজে পেলে সমতা ফেরানোর দারুণ সুযোগ পান তিনি। কিন্তু বারের ওপর দিয়ে মেরে সে সুযোগ নষ্ট করেন আর্জেন্টিনার এই তারকা।
২৩ মিনিটে ডি মারিয়ার সৌজন্যে পাওয়া পেনাল্টি থেকে গোল করে খেলায় সমতা ফেরান রোনালদো। বাঁদিক থেকে আক্রমণে যাওয়া ডি মারিয়াকে পাবালো বক্সে ফেলে দিলে পেনাল্টি পায় রিয়াল।
৩৮ মিনিটে লুকা মর্ডিচের ডিফেন্স চেরা পাস থেকে অতিথিদের জালে বল জড়িয়ে রিয়ালকে ২-১ গোলে এগিয়ে নেন ডি মারিয়া।
প্রথমার্ধের খেলা শেষ হওয়ার এক মিনিট আগে রোনালদোর দ্বিতীয় গোল ব্যবধান আরো বাড়ায়। ডি মারিয়ার ক্রস বক্সে সার্জিও রামোসকে খুঁজে পেলে জোরালো শট নেন তিনি। রামোসের শট ডিপোর্টিভো গোলরক্ষক আরাজুবিয়া কোনোমতে ফিরিয়ে দিলেও ফিরতি বল থেকে ফাঁকা জালে বল পাঠাতে ভুল করেননি রোনালদো।
দ্বিতীয়ার্ধে ওজিলের বদলে রিকার্ডো কাকা, গঞ্জালো হিগুয়াইনের বদলে করিম বেনজামা ও মর্ডিচের বদলে জাভি আলানসোকে নামিয়ে আক্রমণের ধার বাড়ানোর চেষ্টা করেন হোসে মরিনহোর। তাদের একজন গড়ে দেন রিয়ালের চতুর্থ গোলের ভিত।
জাভি আলানসোর মাপা ক্রস পেপেকে খুঁজে পেলে তার লক্ষ্যভেদী হেড ৪-১ গোলে এগিয়ে নেয় স্বাগতিকদের।
খেলার ৮৩ মিনিটে বক্সে এভালদোর হ্যান্ডবল থেকে দ্বিতীয় পেনাল্টি পায় রিয়াল। তা থেকে গোল করে লিগে প্রথম হ্যাটট্রিক করতে কোনো ভুল করেন নি রোনালদো।
messi is the best. . . . . . .