মোজাম্মেল হক বাহার…‘পর্দা’ ইসলামের একটি মৌলিক বিষয় এবং যা সম্পর্কে শরীয়ত কতিপয় নীতিমালা নির্ধারণ করে দিয়েছেন। পবিত্র কোরানের অসংখ্য জায়গায় আল্লাহ পর্দার কথা বলেছেন। যেমন, সূরা আল-আহযাব এর ৫৯ নং আয়াতে আল্লাহ পাক ঘোষনা করেন ‘হে নবী আপনি আপনার পতিœ, কন্যা, মুমিনদের স্ত্রী গনকে বলুন , তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজেদের উপর টেনে নেয়, এতে তাদের চেনা সহজ হবে, ফলে তাদেরকে উত্তক্ত করা হবেনা, আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু’। এ সম্পর্কে প্রিয় নবীর মুখ নিঃসৃত অনেক হাদিসও রয়েছে। যেমন প্রিয় নবী বলেছেন, ‘যার কাছে পর্দা নেয় তার কাছে ঈমান নেই’। সম্প্রতি আল্লাহ তায়ালার এই অমীয় বাণী ও প্রিয় নবীর হাদিসের আলো কে পৃথিবী থেকে নস্যাৎ করে ইহুদী নাসারাদের দীন কায়েম করার জন্য মরিয়া হয়ে উঠেছে খোদা দ্রোহী কিছু এন,জি,ও সংস্থা। তারা রিলিফ এর নামে টেকনাফের শামলাপুর, শীলখালী সহ দেশের বিভিন্ন স্থানে মহিলাদের পর্দাহীনতা করার জন্য ঘর থেকে বের করে মাঠে আনার চেষ্টা করছে প্রতিনিয়ত। তাই সমাজের সকলকে সচেতন থাকতে হবে যে, নাস্তিক্যবাদীদের রিলিফের নামে এই অপ প্রয়াসের নগ্ন ছোবলে যেন সমাজের মহিলারা ঘর ছেড়ে মাঠে না যায় এবং সচেতন থাকতে হবে যে ইহুদী নাসারাদের এই বিষাক্ত নিঃশাস যেন সমাজের রন্ধনে রন্ধনে ছড়িয়ে না পড়ে।
ধন্যবাদ,পদা হল ঈমানের অংগ,সুতরাং একে যথাযথ পালন করতে হবে যদি মুসলমান দাবি করি
allama saidi abong mawlana nizami 2 zon begum khaleda zia’er 2 pashe boshe zadi roza rekhe iftar kawre,tahole akta begana meyer pashe iftar kawra hawlona? aui 2 mawlana saheber chok golo ki plastic’er chok? tahara ki chok zena kawrlona? tahader mokhe ki islam abong pawrdar kawtha manai? So,take care from thats lieers.