হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে এসেছিলেন আনোয়ারা বেগম (৪০) নামে এক নারী।
প্রায় ঘণ্টাখানেক সেখানে চিকিৎসকের অপেক্ষায় থাকতে হলো তাকে। কিন্তু ওই সময় হাসপাতালে কোনো চিকিৎসক না থাকায় অবশেষে জরুরি বিভাগেই মারা গেলেন তিনি।সোমবার রাতে কক্সবাজারের রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। আনোয়ারা বেগম রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকার আবদুল করিমের স্ত্রী।আনোয়ারার বড় ভাই শামসুল আলম বাংলানিউজকে বলেন, সোমবার ইফতারের পর তার বোন পান খেয়ে অসুস্থ হয়ে পড়েন। সন্ধ্যা সোয়া ৭টায় তাকে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে কোনো চিকিৎসক ছিলেন না। এমনকি একজন স্বাস্থ্য সহকারীও সেখানে ছিলেন না। এসময় হাসপাতালে থাকা কর্মচারীরা দায়িত্বরত চিকিৎসক উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আকতারুল ইসলাম বাজারে গেছেন বলে জানান।তিনি আরও জানান, চিকিৎসক দ্রুত আসবেন এমন আশায় অপেক্ষা করতে থাকেন তারা। কিন্তু প্রায় ১ ঘণ্টা পার হলেও চিকিৎসক আসেননি। অবশেষে রাত সোয়া ৮টায় বিনা চিকিৎসায় হাসপাতালের জরুরি বিভাগের বেডে মারা যান আনোয়ারা বেগম।
রোগী মারা যাওয়ার আরও কিছুক্ষণ পর হাসপাতালে আসেন দায়িত্বরত চিকিৎসক আকতারুল ইসলাম।
বিষয়টি নিশ্চিত করে ও দায়িত্বরত চিকিৎসককে দায়ি করে স্থানীয় জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএম নুরুচছাফা বাংলানিউজকে বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করা হয়েছে।
এদিকে, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আকতারুল ইসলাম বাজারে যাওয়ার কথা স্বীকার করে বাংলানিউজকে জানান, হাসপাতালে তিনি ছাড়া আর কোনো চিকিৎসক নেই। এ কারণে তিনি একা দায়িত্ব পালনে হিমশিম খাচ্ছেন।
তিনি আরও জানান, হাসপাতালে বর্তমানে আরও ৪ জন চিকিৎসক থাকলেও তারা কেউ রোগী দেখার জন্য আসেন না।
তবে আনোয়ারা হাসপাতালে আনার আগেই মারা যান বলে দাবি করেন তিনি।
Leave a Reply