মুহাম্মদ আবু বকর ছিদ্দিক,রামু লেখক ফোরামের উদ্যোগে মাহে রামাযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহ্ফিল গতকাল ১৯ রামাযান, ৮জুলাই, বুধবার বিকেল ৫টায় রামু পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক এম. আতাউর রহমানের সভাপতিত্বে, সদস্য সচিব হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহ্ফিলে প্রধান আলোচক ছিলেন, জেলার বরেণ্য আলেমেদ্বীন মুহাদ্দিস মাওলানা হাফেজ আব্দুল হক। আলোচনা অংশ নেন, সংগঠনের উপদেষ্টা, লেখক ও প্রাবন্ধিক আখতারুল আলম, জেলা ইসলামী ঐক্যজোটের সহ-সভাপতি মাওলানা আ.হ.ম নুরুল কবির হিলালী, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. হোছাইন আহমদ আনছারী, কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা কাজী মোহাম্মদ এরশাদুল্লাহ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রামু ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক আব্দুল হক, ফতেখাঁরকুল ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদুল আলম, রামু প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম সেলিম, সংগঠনের উপদেষ্টা ও রামু কলেজের প্রভাষক মনির আহমদ, রামু বণিক সমিতির সভাপতি মোহাম্মদ ফেরদৌস, রামু প্রেসক্লাবের সহ-সভাপতি নিতীশ বড়–য়া, যুগ্ম সম্পাদক এম. আবদুল্লাহ আল মামুন, অর্থ সম্পাদক সোয়েব সাঈদ, রাজারকুল জামালুল কুরআন মাদ্রাসার পরিচালক মাওলানা জসিম উদ্দিন, ডিজিএফআই সানোয়ার, লেখক আবুল কাসেম, সংগঠনের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, রামু আমারদেশ পাঠকমেলার সাধারণ সম্পাদক মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু, শিক্ষক নুরুল আজিম, মোহাম্মদ নাছির উদ্দিন, সংবাদকর্মী ওবাইদুল হক নোমান, আবুল কাশেম, আবুল কালাম সিকদার, আহমদ ছৈয়দ ফরমান, মিজানুল হক, জামাল হোসেন, দি লানার্স হোমের সাধারণ সম্পাদক সাজ্জাদ সরওয়ার, ছাত্রনেতা শহিদুল্লাহ, সংগঠনের নির্বাহী সদস্য হাফেজ সাইফুল ইসলাম, মোহাম্মদ মঈন উদ্দিন মামুন, ফখরুদ্দিন আজিজ বাবু, এইচ.এম আশিক উল্লাহ আরমান প্রমূখ। সভায় প্রধান আলোচক মাওলানা হাফেজ আব্দুল হক বলেন, রামাযানুল মোবারক তাক্ওয়া অর্জনের মাস। এই মাস আমাদের তাক্ওয়া তথা আল্লাহভীতি অর্জন করে সত্য-ন্যায়ের প্রতিষ্ঠায় অগ্রণী হওয়ার শিক্ষা দেয়, অন্যায়-অত্যাচার রুখে দাঁড়ানোর শিক্ষা দেয়, শান্তি-সম্প্রীতি, মানবতা ও ধৈর্য্যরে সর্বোচ্চ নজরানা পেশ করার শিক্ষা দেয়, পরস্পর ভেদাভেদ ভুলে ঐক্যের ভিত্তিতে আদর্শ সমাজ ও জাতি গঠনের শিক্ষা দেয়। মাহে রামাযানের এই মহান শিক্ষায় উজ্জীবিত হয়ে লেখক, সাংবাদিকদের সত্য-ন্যায়ের পক্ষে, অন্যায়-অসত্যের প্রতিরোধে কলম ধরতে হবে। মাহ্ফিল শেষে দেশের বরেণ্য আলেমেদ্বীন শায়খুল হাদীস আল্লামা আজিজুল হকের রুহের মাগ্ফিরাত কামনাসহ দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধির জন্য বিশেষ মুনাজাত করা হয়।
প্রেরক ঃ মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, রামু ।
তারিখ ঃ ০৮/০৮/২০১২ইং।
Leave a Reply