আবুল কাশেম সাগর ,রামু…রামু উপজেলার রশিদনগর ইউনিয়নে এক মায়নমান নাগরিকের চুরির আঘাতে মৃত্যু হয়েছে এক বৃদ্ধা। নিহত বৃদ্ধা রশিদ নগর ইউনিয়নের হামির পাড়া এলাকার হাজ্বী কবির আহাম্মদের ছেলে নুরুল ইসলাম (৫৫)। আহত হয়েছে তার ছেলে শফিক উদ্দিন(২০)। আজ ২৫ নভেম্বর রবিবার বিকাল ৩টায় স্থানীয় নাদেরজ্জামান উ”্চ বিদ্যালয়ের পূর্ব পার্শ্বে হামির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পতেক্ষ্যদর্শী স্থানীয় মেম্বার নুর আহম্মদ জানান ,মৌলভী হান্ডা মিয়া (৪৫) নামক মায়ানমান নাগরিক চলাচলের রাস্তা সংক্রান্ত বিরুদে ধারালো চুরির আঘাতে তার মৃত্যু হয়। এদিকে ঘটনা স্থলে রামু থানার পুলিশ ফোর্স পৌছে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘাতক মৌলভী হান্ডা মিয়াকে গ্রেফতার করেছে বলে জানা যায়।
Leave a Reply