মুহাম্মদ আবু বকর ছিদ্দিক কক্সবাজারের রামুর বাঁকখালী নদীর উপরে অবস্থিত শিকলঘাট ব্রীজ ও রামু-মরিচ্যা আরাকান সড়ক নির্মাণের দাবীতে মানববন্ধন করেছে রামু নাগরিক উন্নয়ন কমিটি। গতকাল ২৩জুন সকালে শিকল ঘাট ব্রীজের সামনে মানববন্ধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ, রামু ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মোস্তাক আহমদ চৌধুরী। তিনি বলেন, রামু-মরিচ্যা আরাকান সড়ক, শিকল ঘাট ব্রীজ ও অন্যান্য সড়ক সমূহ সংস্কার এবং কক্সবাজার শহরে বাস, মিনিবাস, রামু লাইন, কক্স লাইন প্রবেশ করার জোর দাবী জানাচ্ছি এবং অবিলম্বে সমাধানের আশা ব্যক্ত করছি। মানববন্ধনের শুরুতেই কুরআন তেলাওয়াত করেন, হাফেজ নুরুল আজিম। কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার রেফারী ওমর ফারুক মাসুমের সঞ্চালনায় ও নাগরিক উন্নয়ন কমিটির সভাপতি নুরুল ইসলাম সেলিমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, সাবেক সফল চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরী ও আলহাজ্ব ফজল আম্বিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক আমানুল হক। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজকর্মী আব্দুল হাকিম, ডা: সুলতান আহমদ, রামু প্রেসক্লাবের আজীবন সদস্য, লেখক ও প্রাবন্ধিক এম সুলতান আহমদ মনিরী, হাবিবুল হক কোম্পানী, মোহাম্মদ সেলিম, মুজিবুল হক, টিপু সুলতান, মোহাম্মদ হাশেম, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সরওয়ার আলম মামুন, সাংগঠনিক সম্পাদক আছাদ উল্লাহ আছাদ, আওয়ামী লীগ নেতা সরওয়ার কামাল সোহেল, যুবলীগ নেতা নুরুল হক চৌধুরী, আক্তার আলম, রামু প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক খালেদ হোসেন টাপু, রামু প্রেসক্লাবের অর্থ সম্পাদক সোয়েব সাঈদ, রামু প্রেসক্লাবের সদস্য মুহাম্মদ আবু বকর ছিদ্দিক সহ আলহাজ্ব ফজল আম্বিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, রাজনৈতিক, সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনগণ।
Leave a Reply