মুহাম্মদ আবু বকর ছিদ্দিক…কক্সবাজারের রামু থানা চিরুনী অভিযানে ২৫ জন একাধিক দাগী মামলার আসামী গ্রেফতার করেছে রামু থানা পুলিশ। জানা যায়, ২৩ সেপ্টেম্বর গভীর রাতে রামুর ১১টি ইউনিয়নে বিভিন্ন মামলার ২৫ জন আসামীকে গ্রেফতার করেন। আসামীদের মধ্যে আলীমুদ্দিন, কামাল উদ্দীন, মো: মঞ্জুর আলম, মো:শরীফ, আইয়ুব আলী, নুর মোহাম্মদ, ছৈয়দ আলম, মো: শাহজাহান, মো: ইব্রাহীম, ছলিমুল্লাহসহ ২৫ মামলার আসামীকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে গতকাল। এস.আই আলমাছ জানান, রামু থানার বিশেষ চিরুনী অভিযানে বিবিধ মামলার ২৫ জন আসামীকে গ্রেফতার করে জেলা কারাগারে প্রেরণ করা হয় এই অভিযান রামু থানার সকল অফিসার পরিচালনা করেন। তিনি আরও জানান, রামু থানার এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply