নুর মোহাম্মদ… সাম্প্রতিককালে ভয়াবহ প্রবল বর্ষণে সৃষ্ট স্মরণকালের বন্যায় রামু উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যায় প্রবল স্রোতে অসংখ্য ঘরবাড়ী, শিক্ষা প্রতিষ্ঠান বিধ্বস্থসহ মারা গেছে প্রচুর পশু-পাখি, হাঁস-মুরগী বন্যার পানিতে ভেসে গেছে। সমগ্র রামু উপজেলার পুকুর ও মাছের খামার, রাস্তাঘাটের ব্যাপক অংশ বিধ্বস্থ হওয়ায় মানুষের দুর্ভোগের সীমা নেই। সারা বছরের জন্য ঘরে সংরক্ষিত ধান, চালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস নষ্ট হয়ে গেছে। পুরো উপজেলায় চলছে এখন নীরব দূর্ভিক্ষ। এমন পরিস্থিতির কথা তুলে ধরে দক্ষিণ মিঠাছড়ি আহমদ কবির স্মৃতি ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক ও সাবেক ছাত্রনেতা আবু কায়সার বলেছেন, মানুষকে নতুন জীবনে ফিরিয়ে আনতে হলে এখন প্রচুর ত্রান ও বেসরকারি সহায়তা প্রয়োজন। তিনি সরকারি বেসরকারি সংস্থা এবং সাধারণ বিত্তবান মানুষের পর্যাপ্ত পরিমাণ সহায়তা প্রদানের আহবান জানিছেন। বিশেষ করে সরকারি ও বেসরকারিভাবে অবকাঠামো সংস্কারের প্রয়োজনীয় বরাদ্ধ দেওয়ার জোর দাবি জানিয়েছেন। সরকারি ও বেসরকারি পর্যায়ে প্রাপ্ত ত্রাণ সহায়তাকে পর্যাপ্ত নয় বলে জানান। পাহাড়ি ঢলে ইতিমধ্যে অবকাঠামোগত যে ক্ষয়ক্ষতি হয়েছে তা আদৌ পূরণ হবার নয়। তার পরেও সরকারি বেসরকারি ও ব্যক্তিপর্যায়ে যথা সম্ভব সাহায্য সহায়তা দিয়ে যাচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি পুরো উপজেলায় এই দুর্যোগময় মুহুর্তে এগিয়ে আসার জন্য সংশ্লিষ্ট সকলকে রামুর ক্ষতিগ্রস্থ অবকাঠামো নতুনভাবে ঢেলে সাজানো নিমিত্তে সরকারি বেসরকারি সংস্থা ও বিত্তবান এবং প্রবাসী বাঙ্গালীদের যার যার অবস্থান থেকে এগিয়ে আসার উদাত্ত আহবান জানান।
Leave a Reply