টেকনাফ নিউজ ডেস্ক :কক্সবাজারের রামুর বৌদ্ধ পল্লীতে হামলার অন্যতম পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান তোফায়েল অহম্মদের বাসায় ডিবি পুলিশ অভিযান চালিয়েছে। তবে অভিযানের আগেই পালিয়ে যায় চেয়ারম্যান।
কি কারণে এ অভিযান চালানো হয় এ বিষয়ে মুখ খুলছে না পুলিশ। তবে তাকে গ্রেফতারের উদ্যোশে অভিযান চালানো হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে। অভিযানের কথা স্বীকার করেছে কক্সবাজার ডিবি।
জানা যায়, মঙ্গলবার দুপুরে ককক্সবাজারের রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল নাইক্ষ্যংছড়ি উপজেলা কমপ্লেক্সের পাশে উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহম্মদের বাসায় অভিযান চালায়। পুলিশ এ সময় তার বাসা ঘেরাও করে রাখে ও বাসায় ভিতরে তল্লাশী চলায়।
খবর পেয়ে আগে ভাগেই সটকে পরেন উপজেলা চেয়ারম্যান। ডিবি পুলিশের নেতৃত্ব দেন কক্সবাজার ডিবির কর্মকর্তা ইন্সপেক্টর জাকির হোসেন। রামু ডিবি কর্মকর্তা জাকির হোসেন জানান, তারা অভিযান চালিয়েছেন।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন জানান, কক্সবাজার ডিবি পুলিশ তদন্তের জন্য অভিযান চালিয়েছেন। তাদের সঙ্গে রামু থানা পুলিশ যোগ দিয়েছে। অভিযানের কারণ সম্পর্কে তিনি কিখুই বলেননি।
অন্যদিকে কক্সবাজারের পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গির অভিযানের বিষয়ে কোনো কিছুই বলতে চাননি। নাম প্রকাশ না করার শর্তে ডিবির একটি সূত্র জানিয়েছে গ্রেফতারের উদ্যোশেই অভিযান চালানো হয়েছে। তবে আগে ভাগে খবর পৌঁছে যাওয়াতে চেয়ারম্যান বাসা থেকে পালিয়ে যায়।
উল্লেখ্য, কক্সবাজারের রামুতে সম্প্রতি বৌদ্ধ পল্লীতে হামলার ঘটনায় অন্যতম পরিকল্পনাকারী হিসেবে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহম্মদকে অভিযুক্ত করেছে পুলিশ। তার বিরুদ্ধে পত্র পত্রিকায় নিউজও প্রকাশিত হয়।
এ বিষয়ে চেয়ারম্যান তোফায়েল জানিয়েছেন তিনি রাজনৈতিক যড়যন্ত্রের শিকার।
Leave a Reply