রামুতে সাম্প্রদায়িক হামলার ঘটনায় ব্যবহৃত ট্রাকটি অবশেষে জব্দ করেছে পুলিশ। কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকা থেকে ২৯ সেপ্টেম্বর রাতে রামুতে লোকজন নিয়ে যাওয়া জে. কে. এন্টারপ্রাইজের ট্রাকটি এখন কক্সবাজার সদর থানার পুলিশের হেফাজতে রয়েছে। এদিকে রামু থানার সাবেক ওসি নজিবুল ইসলামকে আটক করা হয়েছে বলে জানা গেছে। তবে তাকে আটকের কথা অস্বীকার করেছেন কক্সবাজারের পুলিশ সুপার। গতকাল শনিবার কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, শুক্রবার রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে গোয়েন্দা পুলিশের একটি দল ট্রাকের হেলপার রমজান আলীসহ ট্রাকটি আটক করে। গতকাল ট্রাকটি কক্সবাজার সদর থানায় নিয়ে আসা হয়। আটক হেলপার রমজানকে গোয়েন্দা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।
গোয়েন্দা সূত্র জানিয়েছে, আটক ট্রাকটি ঘটনার রাতে বাস টার্মিনাল এলাকা থেকে প্রায় ৭০ জন লোক নিয়ে রামুতে গিয়েছিল। কক্সবাজার শহরের বৈদ্যঘোনা এলাকায় বসবাসকারী জাকারিয়া জে. কে. এন্টারপ্রাইজ ট্রাকটির মালিক। স্থানীয়রা জানিয়েছেন, জাকারিয়া একজন রোহিঙ্গা ছিলেন। তিনি ১৯৭৮ সালে মিয়ানমার থেকে কক্সবাজার এসে বসবাস শুরু করেন। একইভাবে খরুলিয়া, গর্জনিয়া, নাইক্ষ্যংছড়ি, ঈদগাঁও, ঈদগড়, কচ্ছপিয়া ও চকরিয়া এলাকায় ব্যবহƒত হয়েছে আরো ৯টি ট্রাক। লারপাড়ার মনির নামে এক ব্যক্তি এসব ট্রাক ভাড়া নিয়েছিলেন বলে জানা গেছে।
এদিকে রামুর বৌদ্ধবসতিতে অগ্নিকাণ্ড, ভাঙচুর, লুটপাটের ঘটনায় পরিকল্পনা ও হামলাকারীদের চিহ্নিত করেছে বলে নিশ্চিত করেছে আইন প্রয়োগকারী সংস্থা। হামলার ভিডিওফুটেজ, ছবি ও আটক ব্যক্তিদের দেওয়া তথ্য মতে এদের শনাক্ত করা সম্ভব হয়েছে বলে জানান তারা।
অন্যদিকে রামু থানার সাবেক ওসি নজিবুল ইসলামকে আটক করে তদন্ত দলের হেফাজতে নেয়া হয়েছে বলে একটি বিশেষ গোয়েন্দা সংস্থা নিশ্চিত করেছে। তবে বিষয়টি অস্বীকার করেছেন কক্সবাজারের পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর।
গতকাল সম্মিলিত সাংস্কৃতিক জোটের একটি প্রতিনিধি দল বিকেল ৪টায় রামুর ক্ষতিগ্রস্ত বৌদ্ধ মন্দির ও বসতি পরিদর্শন করে আক্রান্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন। পরে রামু চৌমুহনী চত্বরে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সাবেক সভাপতি ও ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের বাংলাদেশের সভাপতি রামেন্দ্র মজুমদার, নাট্যকার মামুনুর রশীদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সহসভাপতি গোলাম কুদ্দুস, সাধারণ স¤পাদক হাসান আরিফ, চারু শিল্পী মনিরুজ্জামান, সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজার সভাপতি অ্যাডভোকেট তাপস রক্ষিত ও সাধারণ স¤পাদক নজিবুল ইসলাম।
Leave a Reply