আবুল কাশেম সাগর ,রামু
”ছড়িয়ে আছি সবখানে , গেথেঁ আছি মূলে ” এ প্রতিপাদ্যকে হৃদয়ে ধারণ করে রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০০৬ সালের এস.এস.সি ব্যাচ বন্ধুত্বের ঐক্য ও সমাজ সেবার ব্রত নিয়ে শুরু হরেছে শিকড় ’০৬ ব্যাচ। গত ৩০ শে অক্টোবর মঙ্গলবার বিকাল ৫ টায় রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে এক সভায় আনুষ্টানিক ভাবে তাদের যাএা শুরু হয় । উক্ত ছাএ সংগঠন পরিচালনার জন্য ওই দিন ৬ উপদেষ্টা পরিষদের সদস্য নির্বাচিত করা হয়েছে তাঁরা হলেন , আবুল কাশেম সাগর , মোহাম্মদ শহীদুল্লাহ , নজরুল ইসলাম , অনিক বড়ুয়া , আতিক উল্লা-হ জামান , ইমন বড়–য়া । সভায় সংগঠনের সকল কার্যক্রম সুষ্টভাবে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ’শিকড় ০৬ ” সকলের নিকট আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করা হয় ।
প্রেরক ঃ- আবুল কাশেম সাগর
০৪ নবেম্বর ১২ ইং
মোবাইল নং ঃ- ০১১৯৫১৬১৪৪৮
ধন্যবাদ ,
মাননীয় সম্পাদক মহোদয়
এস.এস.সি ০৬ ইং ”র পখ্ষে
নজরুল ইসলাম , আতিক , অনিক ,ইমন,সাগর ,শহীদুল্লাহ