মুহাম্মদ আবুবকর ছিদ্দিক, রামু …দুর্যোগ ও ত্রাণ পূনর্বাসন মন্ত্রী আবুল হাসান মোহাম্মদ আলী গতকাল ৫ অক্টোবর দুপুর দেড়টায় রামুতে হামলায় আক্রান্ত বৌদ্ধ পল্লী ও মন্দির পরিদর্শন করেছেন। এ সময় মন্ত্রী ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন। পরিদর্শন পূর্ববর্তী স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভায় মন্ত্রী বলেছেন এই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে নষ্টের জন্য স্বাধীনতা বিরোধীরা বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপর এই হামলা চালিয়েছে। হামলাকারীরা যেই হউক তাদেরকে আইনের আওতায় এনে ব্যবস্থা নেয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবী চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উখিয়া টেকনাফ আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদি, মহিলা সাংসদ এথিন রাখাইন, রামু উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, আওয়ামীলীগ নেতা এডঃ নুরুল ইসলাম।
Leave a Reply