মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, রামু রামুতে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছে। চট্টগ্রাম-কক্সবাজার মহা-সড়কের রামু হাসপাতাল গেইট এলাকায় এই দূর্ঘটনা ঘটেছে।প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, গত ১ আগষ্ট ভোর ৬টায় রামু জোয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর মিঠাছড়ি গ্রামের মতিউর রহমানের পুত্র দিন মজুর আবদুল গফুর (৪৫) কাজের উদ্দেশ্যে রামু হাসপাতাল গেইট এলাকায় পৌঁছলে কক্সবাজারগামী একটি যাত্রীবাহি বাস তাকে ধাক্কা দেয়। এসময় স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করলেও ঘাতক বাসটি পলাতক রয়েছে।
প্রেরক : মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, রামু
তারিখ ঃ ০১-০৮-১২ ইংরেজী।
Leave a Reply