মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, রামুতে বাঁকখালী নদীর পানির স্রোতে ভেসে গিয়ে এক ব্যক্তি নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। নিখোঁজ ব্যক্তি সাফুল বড়–য়া (৩৫)। সে রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের পুর্ব রাজারকুল বড়–য়া পাড়ার মৃত সুনিল বড়–য়ার পুত্র বলে জানা য়ায়। সূত্রে জানা যায়, গত ৫আগষ্ট রাত সাড়ে ১১টায় রামু বাজারের পুর্ব পাশে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ঘাটে খেয়া পারাপারের নৌকা না থাকায় সাঁতরিয়ে নদী পার হতে গিয়ে পানির স্রোতের টানে সাফুল বড়–য়া নামের ঐ ব্যক্তি ভেসে গিয়ে নিখোঁজ হয়ে যায়। রাজারকুল ইউপি মেম্বার স্বপন বড়–য়া জানান, নিহত সাফুল বড়–য়া ৫আগষ্ট রাতে নদীর পানির স্রোতে ভেসে গেলে অনেক খোঁজাখুঁজি করার পর এখনও তার লাশ উদ্ধার করা সম্ভব হয়নি।
জোয়ারিয়ানালা সামাজিক বনায়নের উপকারভোগীদের ইফতার পার্টি ও রেঞ্জ কর্মকর্তার বিদায় অনুষ্ঠান
মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, রামু ঃ
রামুর জোয়ারিয়ানালা রেঞ্জ ও বিটের অধীনে ২০০৫-০৬ এর সামাজিক বনায়নের উপকারভোগীদের উদ্যোগে ইফতার পার্টি ও রেঞ্জ কর্মকর্তার বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল ৬আগষ্ট বিকাল ৩টায় সামাজিক বনায়নের উপকারভোগীদের সংগঠন ২০০৫-০৬ এর উপকারভোগীদের উদ্যোগে অনুষ্ঠিত ইফতার পার্টি ও বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি, ইলিয়াছ সওদাগর। সংগঠনের সাধারণ সম্পাদক আজম মুর্শেদ আমিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার পার্টি ও বিদায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বিদায়ী অতিথি রামু জোয়ারিয়ানালা রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ হাবিবুল হক, রামু কলেজের অধ্যাপক সেলিম উল্লাহ, জোয়ারিয়ানালা এমইউপি আব্দুল করিম, সাবেক এমইউপি শামশুল হক, মোহাম্মদ ছৈয়দ কাজী, সাংবাদিক এসএম জাফর, জালাল আহাম্মদ, মোস্তফা কামাল, ছানা উল্লাহ, আবু তাহের, গুরা মিয়া, ছাবের আহাম্মদ, ইছহাক মিয়া, মমতাজ আহাম্মদ, আমির হামজা প্রমূখ। বিদায়ী অতিথির উদ্দেশ্যে বক্তারা বলেন, বিদায়ী রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক এই এলাকায় দীর্ঘ চাকুরী জীবনে বন সম্পদ রক্ষা করাসহ এলাকার মানুষকে সামাজিক বনায়নে উদ্বুদ্ধ করে বনসম্পদ বৃদ্ধি করতে সার্বিকভাবে কাজ করে গেছেন। এছাড়া বক্তারা দীর্ঘ ছয় বছর ধরে পরিচর্যার মাধ্যমে সামাজিক বনায়নের ৪৮ হেক্টর বাগান পাহারাদার ও পরিচর্যাকারীর মাধ্যমে বাগান করায় উপকারভোগীদের আন্তরিকভাবে উপস্থিত সকলেই অভিনন্দন জানান।
রামুতে ভগবান শ্রী কৃষ্ণের জম্মাষ্টমী উদ্যাপন-২০১২ ব্যাপক কর্মসূচীর মাধ্যমে উদযাপিত হবে
মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, রামু ঃ
রামুতে ভগবান শ্রী কৃষ্ণের আর্বিভাব তিথি জম্মাষ্টমী উদ্যাপন’১২ উপলক্ষে আগামী ৯ আগষ্ট বৃহস্পতিবার রামু সর্বজনীন কেন্দ্রীয় কালী মন্দিরে রামু উপজেলা জম্মাষ্টমী উদযাপন পরিষদ এক ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে। কর্মসূচীর মধ্যে রয়েছে প্রথম অধিবেশন ভোর ৪টা ৩০ মিনিটে মঙ্গলারতি ও ঊষা কীর্ত্তণ, সকাল ১১টায় জম্মাষ্টমীর শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে শুভ উদ্বোধন করবেন রামু উপজেলা নির্বাহী অফিসার দেবী চন্দ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, সম্মাণিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, মুসরাত জাহান মুন্নী, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, রামু, দুলাল কান্তি চক্রবর্তী, সভাপতি জেলা জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ, এডভোকেট রন্জিত দাশ, সভাপতি, বাবুল শর্মা, সাধারণ সম্পাদক, জেলা পূজা উদ্যাপন পরিষদ, এ.কে নজিবুল ইসলাম, অফিসার ইনচার্জ, রামু থানা, এডভোকেট দিলীপ কুমার ধর, সভাপতি, শ্রী শ্রী রামকুট তীর্থধাম পরিচালনা পরিষদ, রতন মল্লিক, সভাপতি, রামু সর্বজনীন কালীমন্দির পরিচালনা পরিষদ, সুশান্ত পাল বাচ্চু, সভাপতি, সৎসঙ্গ আশ্রম, রামু, ডা: দুলাল চন্দ্র পাল, সাবেক তত্ত্বাবধায়ক, সদর হাসপাতাল, কক্সবাজার, ডা: কে.পি. দাশ, সাবেক টি.এইচ.ও, মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বাবু রাজকুমার শীল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, রামু, মাষ্টার অনিল শর্মা, এ.টি.ও, সভাপতি, শংকর মঠ গীতা প্রচার সংঘ, ননী গোপাল দে, উপদেষ্টা, রামু সর্বজনীন কেন্দ্রীয় কালী মন্দির পরিচালনা পরিষদ, রামু। এতে সভাপতিত্ব করবেন, রামু উপজেলা জম্মাষ্টমী উদ্যাপন পরিষদের সাবেক সভাপতি ডাঃ আশুতোষ চক্রবর্তী মন্টু। বেলা ১২.০১মিঃ শ্রী শ্রী কৃষ্ণপূজা ও ভোগরাগ, দ্বিতীয় অধিবেশন দুপুর ০১.০১ মিঃ গীতা পাঠ প্রতিযোগিতা, সন্ধ্যা ৬.০১ মিঃ সন্ধ্যারতি ও রাত ০৭.০১ মিঃ ধর্মীয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে পুরস্কার বিতরণ করবেন, রামু খিজারী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সাধন কুমার দে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সোনালী ব্যাংক লিঃ -এর পরিচালক সাইমুম সরওয়ার কমল, সভাপতিত্ব করবেন রামু উপজেলা জম্মাষ্টমী উদ্যাপন পরিষদের সহ-সভাপতি প্রদীপ ভট্টাচার্য, ধর্মীয় আলোচক হিসেবে উপস্থিত থাকবেন রামু উপজেলা সৎসঙ্গ আশ্রমের প্রধান পুরোহিত সহঃপ্রতিঃ ঋত্বিক ডাঃ বিনয় কৃষ্ণ ধর, কক্সবাজার ইসকন মন্দিরের অধ্যক্ষ রাধা গোবিন্দ দাশ ব্রহ্মচারী। উক্ত মহতী অনুষ্ঠানে জাতি ধর্ম নির্বিশেষে রামু উপজেলার সকল ধর্মপ্রাণ ভক্তবৃন্দদের অংশ গ্রহণের জন্য আহ্বান জানান রামু উপজেলা জম্মাষ্টমী উদ্যাপন পরিষদের সভাপতি প্রকাশ সিকদার, সাধারণ সম্পাদক উত্তম দেওয়ানজী জনি, অর্থ সম্পাদক সুভাষ ধর।
রামু প্রেসক্লাবের ইফতার মাহফিল
নিজস্ব প্রতিবেদক রামু
রামু প্রেস ক্লাবের ইফতার মাহফিল ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার (৬ আগষ্ট) রামু উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্টিত হয়।
রামু প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম সেলিমের সভাপতিত্বে অনুষ্টিত অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবী চন্দ। বিশেষ অতিথি ছিলেন, রামু উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুসরাত জাহান মুন্নি,ভাইস চেয়ারম্যান ফজলুল্লাহ মো. হাসান,সহকারী কমিশনার (ভুমি) মো.আবুল কালাম, রামু থানার ওসি এ কে নজিবুল ইসলাম, রামু উপজেলা প্রকৌশলী খুরশিদ আলী চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আল আমিন ও কক্সবাজার পিটিআই-এর প্রাক্তন সুপার মো.নাছিন উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবিকা নিলীমা চৌধুরী।
প্রসক্লাবের সাধারণ সম্পাদক সুনীল বড়–য়ার পরিচালনায় অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,রামু ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত মোঃ আব্দুল হক, কবি আশীষ কুমার,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শওকত হোসেন,আইসোলেটেড নারকেল বীজ বাগানের উদ্যান তত্ত্ববিদ শাহ এমরান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজ কুমার শীল,কক্সবাজার জেলা ন্যাশনাল আওয়ামী পার্টির সাধারন সম্পাদক শামীম আহসান ভুলু, সুশাসনের জন্য নাগরিক (সুজন) রামু শাখার সভাপতি মাষ্টার মো. আলম, রামু সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের সভাপতি বশিরুল ইসলাম,রামু উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শামসুল আলম, রামু উপজেলা বৌদ্ধ ঐক্য ও কল্যান পরিষদের সাধারন সম্পাদক তরুন বড়–য়া, বৌদ্ধ ধর্মীয় পত্রিকা বোধিরতœ এর প্রধান সম্পাদক দুলাল বড়–য়া, চৌমুহনী ক্ষুদ্র বনিক সমবায় সমিতির সাধারন সম্পাদক সজল বড়–য়া, মুক্তিযোদ্ধা গোলাম কবির, রামু উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক ইউনুচ রানা চৌধুরী, আওয়ামীলীগ নেতা সরওয়ার কামাল সোহেল,প্রেস ক্লাব নেতৃবৃন্দের উপদেষ্টা দর্পন বড়–য়া, সহ-সভাপতি নীতিশ বড়–য়া, এইচবি পান্থ, যুগ্ম সম্পাদক এম আবদুল্লাহ আল মামুন,সাংগঠনিক সম্পাদক খালেদ হোসেন টাপু, নির্বাহী সদস্য আমীর হোছাইন হেলালী ও খালেদ শহীদ এবং উপস্থিত ছিলেন রামু পেস ক্লাব সদস্য মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, আবুল কাশেম, জিটিভির জেলা প্রতিনিধি এম. সেলিম, ওবাইদুল হক নোমান, আল মাহমুদ ভূট্টো, হাসান তাকের মুকিম, মোহাম্মদ সৈয়দ ফরমান, গোলাম মওলা, মোহাম্মদ নাছির উদ্দিন, মিজানুল হক, সুশান্ত পাল বাচ্চু প্রমুখ।
প্রেরকঃ-
প্রেরক ঃ মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, রামু
তারিখঃ ০৬/০৮/২০১২ইং।
Leave a Reply