বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রিয় কর্মপরিষদ সদস্য ও ককসবাজার জেলা আমীর মুহাম্মদ শাহজাহান রামু উপজেলার তেচ্ছিপোলে ত্রান বিতরন করেন।এসময় জেলা সেক্রেটারী জিএম রহিমুল্লাহ, প্রচার সেক্রেটারী আবু হেনা মোস্তফা কামাল,রামু উপজেলা আমীর দেলাওয়ার হোছাইন,এ্যাসিসটেন্ট সেক্রেটারী মাওলানা রফিকুল ইসলাম,শহর জামায়াতের প্রচার সেক্রেটারী এড ফিরোজ আহমদ,কর্মপরিষদ সদস্য নুরুলআমিন রামু উপজেলা জামায়াত নেতা আবুল কাসেম,হামিদুলহক প্রমুখ নেতৃবৃন্দ সাথে ছিলেন।
আবু হেনা মোস্তফাকামাল
প্রচার সেক্রেটারী
ককসবাজার জেলা
Leave a Reply