হুমায়ুন রশিদ টেকনাফের হ্নীলায় বাংলাদেশ সরকার,ইউএসএআইডি,কেয়ার বাংলাদেশের আর্থিক ও কারিগরী সহযোগিতায় শেড সংস্থার বাস্তবায়নে সৌর্হাদ্য কর্মসুচী-২-এর আওতায় রঙ্গীখালী গ্রামে ৩দিনব্যাপী সমন্বিত বসত-বাড়ি উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে ।সুত্র জানায়- ১১ জুলাই সকাল ৯টায় এফ এফ মোঃ আব্দুল্লাহর পরিচালনায় রঙ্গীখালী গ্রাম উন্নয়ন কমিটির আয়োজনে উক্ত প্রশিক্ষনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র প্রাণী সম্পদ কর্মকর্তা এইচ এম হুমায়ুন কবির, উপসহকারী কৃষি কর্মকর্তা-মোহাম্মদ আনোয়ার,শেড-সৌর্হাদ্য-২ কর্মসুচীর টেকনিক্যাল অফিসার আব্দুল মান্নান ও হারুনুর রশিদ,সুপারভাইজার মোহাম্মদ শরীফ, ,গ্রামীণ কৃষি স্বেচছাসেবক-রুহুল আমিন,সরওয়ার, জয়নাল,গ্রাম উন্নয়ন কমিটির যুগ্ন সম্পাদক-মোঃ সেলিম, সদস্য ফজল আহমদ প্রমূখ। উক্ত এলাকার ৬জন অতিদরিদ্র ও ২৪ জন দরিদ্র মোট ৩০জন নারীকে সবজি বাগানের ধরন,বাগান তৈরীর বিবেচ্য বিষয়,বসত-ভিটা ব্যবহার পরিকল্পনা,মৌসুম অনুযায়ী সবজি নির্বাচন,জমি প্রস্তুত,বনায়ন,বাগানের আতœপরিচর্যা, জৈবসার তৈরী ও ব্যবস্থাপনা,সমন্বিত বালাই ব্যবস্থাপনা,বীজতলা তৈরী ও চারা উৎপাদন,বীজ উৎপাদন,প্রক্রিয়াকরণ,সংগ্রহ ও সংরক্ষণ,হাসঁ-মুরগী পালন,ছাগল পালন,হাঁস-মুরগী,ছাগলের রোগ বালাই ও ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণলব্ধ জ্ঞান যথাযথভাবে প্রয়োগ করে পারিবারিক আয়বৃদ্ধি ও পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি পরিবারের সামর্থ্য বৃদ্ধিতে অনন্য ভূমিকা পালন করবে এবং পরিবারের সামথ্য বৃদ্ধিতে অনন্য ভূমিকা পালন করবে বলে মতামত প্রকাশ করা হয় ।
Leave a Reply