বৃহস্পতিবার ০৬ সেপ্টেম্বর, ২০১৮ ৯:১০ অপরাহ্ন
296 বার এই নিউজটি পড়া হয়েছে
টেকনাফের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ও একমাত্র ফাজিল মাদ্রাসা রংগীখালী দারুল উলুম ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের অাহবায়ক কমিটির এক সভা পরিষদের অাহবায়ক মাদ্রাসার প্রাক্তন ছাত্র, হ্নীলা শাহ্ মজিদিয়া মাদ্রাসার অধ্যক্ষ ও হোয়াইক্যং মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা নুর অাহমদ অানোয়ারীর সভাপতিত্বে বৃহস্পতিবার বেলা এগারোটায় মজিদিয়া মাদ্রাসার হল রুমে অনুষ্ঠিত হয়।
সভায় অাহবায়ক কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে মাদ্রাসার প্রাক্তন ছাত্র ও একই মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা ফরিদুল ইসলাম, সহকারী শিক্ষক মাওলানা হেফাজ উদ্দিন, হ্নীলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অাবদুস সালাম, মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজ পরিচালনা কমিটির সদ্স্য ইব্রাহিম খলিল ও নাফ মেরিট মাল্টিমিডিয়া স্কুলের অধ্যক্ষ মমতাজুল ইসলাম মনু উপস্থিত ছিলেন।