মোঃ রেজাউল করিম…চোরের অত্যাচারে অতিষ্ট হয়ে সংঘবদ্ধ চোরদের হাত থেকে গাছের সুপারি রক্ষায় অভিনব পন্থা অবলম্বন করতেছেন বৃহত্তর ঈদগাঁও এলাকার গৃহস্থ ও বাগান মালিকরা। ইতিপূর্বে রাত জেগে পাহারা ও অন্যান্য অনেক উপায় অবলম্বন করেও সুপারি চোরদেরকে ঠেকাতে না পেরে বর্তমানে গৃহস্থরা সুপারি গাছের গোড়া থেকে আগা পর্যন্ত সুবিধামত বিভিন্নস্থানে দা দিয়ে খুঁচিয়ে গর্ত করে ধারালো ব্লেডের টুকরা বসিয়ে দিচ্ছেন। এতে রাতের আধারে চুরি করতে সুপারি গাছ বেয়ে উঠতে গিয়ে হাত,পা সহ গায়ের বিভিন্ন স্থানে লুকানো ব্লেডের আঘাতে কেটে গিয়ে জখম হয়ে পড়ে। ফলে চোরেরা আর সংশ্লিষ্ট বাাগানে হানা দেয় না এবং সুপারি চুরি করতে গিয়ে এভাবে ব্লেডের আঘাতে আহত হয়ে চিকিৎসা নিতে গিয়েও সমস্যার সম্মুখীন হচ্ছে। চোরের হাত থেকে সুপারি রক্ষায় এই ‘‘ব্লেড থেরাপি’’ এখন বৃহত্তর ঈদগাঁও এলাকার ৫/৬টি ইউনিয়নে ব্যাপক ভাবে আলোচিত হচ্ছে। অনেকেই যেমন কুকুর তেমন মুগুর বলে মন্তব্য করতেছেন।
Leave a Reply