বাংলাটাইমস রিপোর্ট: বুধবার রাজধানীর নয়াপল্টনে সমাবেশের মৌখিক অনুমতি পেয়েছে বিএনপি। মঙ্গলবার বিকেলে ঢাকা মহানগর পুলিশ কমিশনার এ মৌখিক অনুমতি দেন। পুলিশ কমিশনার বলেন, কোনো শর্ত ছাড়াই মৌখিকভাবে অনুমতি দেওয়া হয়েছে।
বৈঠকের আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে বিএনপির মহানগর কমিটির আহ্বায়ক সাদেক হোসেন খোকা বলেছেন, ‘পুলিশের অনুমতিতে কিছু আসে-যায় না। আগামীকাল নয়াপল্টনে ১৮-দলীয় জোটের মহাসমাবেশ হবেই হবে।’ আগামীকালের সমাবেশ উপলক্ষে এই সংবাদ সম্মেলন ডাকা হয়।
বিএনপির এই নেতা বলেন, এক সপ্তাহ আগে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কাছে এই সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করা হলেও এখন (দুপুর ১২টা) পর্যন্ত তা দেওয়া হয়নি।
ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র খোকা বলেন, ‘আজ বেলা দুইটার পর পুলিশ কমিশনার আলোচনার জন্য আমাদের ডেকেছেন। এরপর হয়তো অনুমতি দেওয়া হবে। শেষ মুহূর্তে অনুমতি দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে আমরা যাতে সমাবেশের প্রস্তুতি ভালোভাবে নিতে না পারি।’
খোকা দাবি করেন, কালকের সমাবেশ ঢাকা মহানগরের অতীতের সব রেকর্ড ছাড়িয়ে বৃহত্ সমাবেশে পরিণত হবে।
রাজধানীর উত্তরা, মিরপুর, লালবাগ, ডেমরাসহ বিভিন্ন জায়গায় জনসভার প্রচারপত্র বিলি ও মাইকিংয়ে পুলিশ ও সরকারদলীয় কর্মীরা বাধা দিচ্ছেন বলে খোকা দাবি করেন।
Leave a Reply