নিজস্ব সংবাদদাতা, ঈদগাঁও, কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ী নিবাসী বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও সদর আ’লীগের মুক্তযোদ্ধা বিষয়ক সম্পাদক এবং বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব কবির আহমদ কোম্পানী আর নেই। ২৭ অক্টোবর ভোর ৪ টা’য় ঢাকার স্কয়ার হাসপাতালে তিনি জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহে —————রাজেউন।) তিনি ওই গ্রামের মরহুম আছদ আলী কোম্পানীর ছেলে। পারিবারিক সুত্র জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর এবং তিনি স্ত্রী , ৩ ছেলে ও ১ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। ২৯ অক্টোবর সকাল ১০ টা’য় স্থানীয় এজি লুৎফুর কবির বালিকা মাদ্রাসা মাঠে তার নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। জানাজা পুর্ব জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার শাহাজানের নের্র্তত্বে অন্যান্য মুক্তিযোদ্ধারা তার কফিন জাতীয় পতাকা দিয়ে ঢেকে দেন এবং সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার শাহাজান, মুক্তিযোদ্ধা ও সদর আওয়ামীলীগ সভাপতি মনিরুল আলম চৌধুরী, মুক্তিযোদ্ধা ও সদর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এস. টি. এম. রাজা মিয়া, মুক্তিযোদ্ধা ঈদগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মাস্টার নুরুল অজিম এবং মুক্তিযোদ্ধা ও ঈদগড় ইউনিয়ন আ’লীগ নেতা সিরাজ বাঙ্গালী। এ সময় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে তার কফিনে পুষ্প স্তবক অর্পন করা হয়। জানাজায়, কক্সবাজার জেলা পরিষদ প্রশাসক খাঁন বাহাদুর মোস্তাক আহমদ চৌং, বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, সাবেক মহাজোট প্রার্থী সাইমুম সরওয়ার কমল, পৌর আওয়ামীলীগ সভাপতি ও আজকের কক্সবাজার পত্রিকার সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, জেলা যুবলীগ নেতা হুমায়ুন কবির হিম, জাহাঙ্গীর আলম, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান নুরুল হক , জালালাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাস্টার আমান উল্লাহ ফরাজী, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামশুল হুদা, আ’লীগ নেতা স্বপন চৌং , আবু তাহের চৌংসহ বিপুল সংখ্যক মানুষ তার জানাযায় অংশগ্রহণ করেন।
বিভিন্ন মহলের শোক।
ঈদগাঁও সাংগঠনিক উপজেলা প্রেস ক্লাবঃ ঈদগাঁও’র বিশিষ্ট ব্যবসায়ী ও সদর উপজেলা আ’ লীগ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আলহাজ্ব কবির আহমদ কোম্পানীর মৃত্যুতে ঈদগাঁও সাংগঠনিক উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। শোক বার্তায় মরহুমের বিদেহী আতœার মাগেফেরাত কামনা করা হয় এবং এ শোক কাটিয়ে উঠার জন্যে তারা মহান আল্লার দরবারে প্রার্থনা করেন। বিবৃতিদাতারা হলেন, সভাপতি এস. এম. তারেক, সহ- সভাপতি এনামুল হক ইসলামাবাদী, সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এইচ. এন. আলম, অর্থ সম্পাদক রাশেদুল করিম, সিনিয়র সদস্য যথাক্রমে- গিয়াস উদ্দিন, শাহজাহান সিরাজ, মোঃ রেজাউল করিম এবং সদস্য যথাক্রমে-এম. আবু হেনা সাগর, হামিদুল হক ও মোঃ আলম বিশাল।
সদর উপজেলা আ’লীগঃ ঈদগাঁও’র বিশিষ্ট ব্যবসায়ী ও সদর উপজেলা আ’ লীগ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আলহাজ্ব কবির আহমদ কোম্পানীর মৃত্যুতে কক্সবাজার সদর উপজেলা আ’লীগের পক্ষ থেকে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। শোক বার্তায় তারা মরহুমের বিদেহী আতœার মাগেফেরাত কামনা করেন এবং এ শোক কাটিয়ে উঠার জন্যে মহান আল্লার দরবারে প্রার্থনা করেন। বিবৃতিদাতারা হলেন মুক্তিযোদ্ধা ও সদর আ’লীগ সভাপতি মনিরুল আলম চৌধুরী, মুক্তিযোদ্ধা ও সদর আ’লীগ সাধারণ সম্পাদক এস. টি. এম. রাজা মিয়া, ঈদগাঁও ইউনিয়ন আ’লীগ সভাপতি আবু তাহের চৌং, সাধারণ সম্পাদক মাস্টার নুরুল আজিম,আ’লীগ নেতা সালাহ উদ্দিন জঙ্গী, পোকখালী ইউনিয়ন আ’লীগ সভাপতি মোজাহের আহমদ এবং ইসলামাবাদ ইউনিয়ন আ’ লীগ সভাপতি নুর ছিদ্দিক সহ অন্যান্য নের্তৃবৃন্দ।
যুবলীগ ও ছাত্রলীগঃ ঈদগাঁও’র বিশিষ্ট ব্যবসায়ী ও সদর উপজেলা আ’ লীগ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আলহাজ্ব কবির আহমদ কোম্পানীর মৃতুতে যুবলীগ ও ছাত্রলীগের পক্ষ থেকে এক পৃথক শোক বার্তায় মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়। শোক বার্তায় তারা মরহুমের বিদেহী আতœার মাগেফেরাত কামনা করেন এবং এ শোক কাটিয়ে উঠার জন্যে তারা মহান আল্লার দরবারে প্রার্থনা করেন। বিবৃতিদাতারা হলেন, জেলা আ’ লীগ নেতা আবু তালেব, জেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক হুমায়ুন কবির হিমু, শ্রম ও কমৃসংস্থান বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজীবুল হক রিকো, সহ- সভাপতি যথাক্রমে- মোঃ আলী, ইমরুল হাসান রাশেদ, সহ সম্পাদক মিজানুল হক , শেফায়েত হোসেন, সাদ্দাম হোসেন এবং ছৈয়দ আলী সহ আরো অনেকে।
Leave a Reply