শামসুল আলম শারেক,টেকনাফ।হ্নীলা বিজিবিকে মিয়ানমারে চোরাই হওয়া ২ মহিষ ফেরত দিতে আবারো পত্র পাঠিয়েছে নাসাকা বাহিনী। তবে বিশেষ মহল এই ইস্যু নিয়ে স্বার্থ হাসিলের পায়তারা করছে বলে অভিযোগ উঠেছে।
জানাযায়-১৩নভেম্বর দুপুরে মিয়ানমার নাসাকাবাহিনীর একটি পত্র টেকনাফ ৪২বিজিবির হ্নীলা বিওপি বরাবরে হস্তান্তর করে। ওপারের সুত্র দাবী করছে নাসাকাবাহিনী চোরাই হওয়া মহিষ ২টি মালিককে ফেরত দেওয়ার জন্য বলছে। কিন্তু একটি চক্র ওপারের চিহ্নিত মহিষ চোর জেনেও হজম করার চেষ্টা চালায়। অবশেষে অপকর্ম ফাঁস হওয়ায় কৌশলে ক্ষতি-পূরন দাবীর নামে টাল-বাহানা করে আসছে ওই চক্রটি। তবে ৪২বিজিবির অধিনায়ক-লেঃ কর্ণেল জাহিদ হাসান জানান-নাসাকা বাহিনীর একটি পত্র পেয়েছি। আমরা পাল্টা পত্র পাঠিয়ে প্রকৃত মালিক এনে পতাকা বৈঠকের মাধ্যমে চোরাই মহিষ প্রমাণিত হলে ফেরত দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছি।
উল্লেখ্য গত ১৯ অক্টোবর সন্ধ্যার দিকে মিয়ানমারের নাফপুরা এলাকার নিয়ারবিলস্থ নাইসাপ্র“ গ্রামের মৃত শরীফ হোছনের পুত্র আলী জোহারের গৃহ পালিত ২টি মহিষ লুধাইং এলাকার আবুল হাশিমের পুত্র মোহাম্মদ হাশিম প্রকাশ চোরা হাশিম বাংলাদেশ সীমান্তে এনে টেকনাফ উপজেলার হ্নীলা পুরাতন বাজারস্থ কাস্টম্স ঘাট এলাকার মৃত মোহাম্মদ হানিফের পুত্র জাফর আলম প্রকাশ গুরাইয়ার নিকট নিয়ে আছে। এরই মধ্যে মিয়ানমারের মালিক চুরি হয়ে যাওয়া মহিষ খোঁজার জন্য বিভিন্ন এলাকায় লোক লাগায়। অবশেষে মহিষ ২টি গুরাইয়ার বাড়িতে দেখতে পায়। চুরি হয়ে যাওয়া মহিষ উদ্ধারের জন্য নাসাকাবাহিনী সীমান্ত বিজিবিকে চিঠি দেয়। এরই সুত্রধরে বিজিবি মহিষ ২টি নিজেদের হেফাজতে নেয়।এরপর বিজিবিও নাসাকাবাহিনীকে একটি চিঠি দেয়। নাসাকা বাহিনী নিজস্ব প্রশাসনিক ব্যবস্থায় বিজিবির পত্র উত্তর পাঠাতে বিলম্ব ঘটে। ######
Leave a Reply