মুহাম্মদ ছলাহ্ উদ্দিন, টেকনাফ ॥ মিয়ানমারের কারাগারে ৪ বাংলাদেশী যুবকের সাজা শেষে ফেরত এনেছে বিজিবি। টেকনাফ ৪২ ব্যাটালিয়ান বিজিবি’র কমান্ডিং অফিসার লে. কর্ণেল জাহিদ হাসান জানান, সোমবার দুপুর ১২টার দিকে মিয়ানমারের মংডুস্থ ১নং পয়েন্ট অব এন্ট্রি এন্ড এক্সিট এলাকায় বিজিবি’র কোম্পানী কমান্ডার ও ইমিগ্রেশন-রেজিষ্ট্রেশন ডিপার্টমেন্ট’র স্টাফ অফিসার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মিয়ানমারের কারাগারে সাজা ভোগকৃত বাংলাদেশী যুবক রামু উপজেলার জামাল হোছন ও মোহাম্মদ ইসমাইল এবং ভুলবশত: নাফনদীর মোহনা দিয়ে মিয়ানমারের জলসীমায় প্রবেশকারী বাংলাদেশী যুবক শাহপরীরদ্বীপের নুরুল আবছার ও সদর ইউনিয়নের জুবায়ের হোসেনকে ফেরত আনা হয়।
অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের পে নেতৃত্ব দেন সদর বিওপি’র কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ জাকারিয়া এবং মিয়ানমার প্রতিনিধিদলের পে নেতৃত্ব দেন ইমিগ্রেশন অফিসার মিঃ তিন উ।
#################
মুহাম্মদ ছলাহ্ উদ্দিন,