মমতাজুল ইসলাম মনু, টেকনাফঃচোরাই পথে মিয়ানমারে পাচারকালে গতকাল ৮জুলাই বিজিবি পৃথক অভিযান চালিয়ে ৮৮৩ কেজি চাউল ও এক খানা কাঠের নৌকা জব্দ করেছে। তবে কোন চোরাচালানী আটক হয়নি। তাছাড়া নাম্বার বিহীন একটি মোটর সাইকেল জব্দ করেছে। বিজিবি সূত্রে জানা যায়- গভীর রাতে দমদমিয়া হাজীর খাল ও জাদীমুরা খাল দিয়ে মিয়ানমারে পাচার করার সময় উক্ত চাউল গুলো বিজিবি জওয়ানরা গোপন সংবাদের ভিত্তিতে জব্দ করে। এদিকে দমদমিয়া বিজিবি চেকপোষ্টে জওয়ানরা নাম্বার বিহীন এফজেডএস মোটর সাইকেল আটক করেছে। যার মূল্য ১লাখ ৮০ হাজার টাকা বলে বিজিবি সূত্রে জানা যায়। এব্যাপারে পৃথক মালিক বিহীন মামলা হয়েছে।
Leave a Reply