হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ……..টেকনাফে মিয়ানমারের ১৪ লাখ ৮০ হাজার কিয়াট (টাকা) নোটসহ এক মহিলাকে আটক করেছে বিজিবি। বিজিবি সূত্র জানায়, ১ জুলাই দুপুর ১২টার দিকে দমদমিয়া চেকপোস্ট বিওপি’র হাবিলদার জসিম উদ্দিনের নেতৃত্বে বিজিবি জওয়ানরা যাত্রীবাহী বাসে (চট্টমেট্রো জ-১১-০৩৯১) তল্লাশী চালিয়ে মিয়ানমারের ১৪ লাখ ৮০ হাজার কিয়াট (টাকা) নোটসহ সদর ইউনিয়নের মৃত নাজির হোছনের স্ত্রী তারাশা বেগমকে (৩২) আটক করে। আটককৃত মহিলাকে টেকনাফ থানায় সোপর্দ করে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
টেকনাফ ৪২ ব্যাটালিয়ান বিজিবি’র কমান্ডিং অফিসার লে. কর্ণেল জাহিদ হাসান আটকের সত্যতা নিশ্চিত করেন।
Leave a Reply