নজির আহমেদ ……….মিয়ানমার রাখাইন ও মুসলিম সম্প্রদায়ের দাঙ্গার প্রভাব ছড়িয়ে পড়েছে আকিয়াব শহর থেকে মংডু শহরের মফস্বলে। গত কালও টেকনাফ সাবরাং বিজিবি সীমান্তে অনুপ্রবেশকালে ১৭ জন রোহিঙ্গাকে আটক করে। দুপুর ১টায় তাদের কে সাবরাং আড়াই নম্বর স্লুইস গেইট এলাকা দিয়ে ফেরত পাঠানো হয়েছে এবং শাহপরীর দ্বীপ ও সেন্টমার্টিনে ২৪ জন রোহিঙ্গা ফেরত পাঠানোর অপেক্ষায় রয়েছে। টেকনাফ ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়ান
অপর দিকে আকিয়াব শহরের সহিংসতা মংডু শহরের মফ্স্বল এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়েছে। গতকালবুধবার সকালেও মংডু ফাদংছা গ্রাম থেকে কম পক্ষে ২৫ জন রোহিঙ্গা যুবককে সে দেশের নাসাকা বাহিনী চোখে কাপড় বেধেঁ ধরে নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন আটক কৃতরা। তাই নাসাকা বাহিনীর হাতে আটক এড়াতে এখানে পালিয়ে এসে আশ্রয় নিতে চেয়েছিল।
ওই সময় সাবরাং মগ পাড়া লোকালয়ে ঢুকার সময় বিজিবি সুবেদার তোফাইল আহম্মদের নেতৃত্বে তাদের কে আটক করা হয়। গতকাল সকাল সাড়ে দশ টায় শাহপরীর দ্বীপ জালিয়া পাড়া চ্যানেল দিয়ে প্লাষ্টিকের টাংকি শরিরে বেধেঁ সাতাঁর কেটে নদী পার হয়ে কয়েক জন রোহিঙ্গা যুবক জালিয়া পাড়া উপকুলের দিকে আসতে দেখা গেছে।
অপর দিকে বিশ্বস্থ সুত্রে জানা যাই গত ১৭ জুন সাড়ে ছয়টার দিকে শাহপরীর দ্বীপ জেটিঘাট দিয়ে ফেরত পাঠানো ১৪৪ রোহিঙ্গা যুবকেরা গত রাতে প্রবল বৃষ্টিকে কাজে লাগিয়ে শাহপরীর দ্বীপ ও সাবরাং টেকনাফ নাইথ্যং পাড়া সীমান্ত দিয়ে পুনরায় উপকুলে উঠে লোকালয়ে আশ্রয় নিয়েছে । স্থানীয় কেউ কেউ একথা স্বীকার করলেও রোহিঙ্গাদের আশ্রয় দাতা ও স্ধান সর্ম্পকে বিজিবিকে জানাতে রাজি নয়। লেঃ কর্ণেল জাহিদ হাসান বলেন মিয়ানমার থেকে যারা আসছে তাদের কে সে দেশে ফেরত দেওয়া হচ্ছে। যাতে মানবধিকার লংগিত না হয় সে দিকটা খেয়াল রেখে তাদের কে খাবার , ট্রলারের ও ব্যবস্থা করছে বিজিবি। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় তাদেরকে ফেরত নাদিয়ে নিরাপদে বিজিবি ক্যাম্পে রাখা হচ্ছে। এখনো শাহপরীর দ্বীপ বিজিবি ক্যাম্পে ২৪ জন রোহিঙ্গা রয়েছে।
Leave a Reply