প্রথম মাতৃত্বের স্বাদ নিতে যাচ্ছেন কলম্বীয় পপগায়িকা শাকিরা। গতকাল বুধবার শাকিরা তাঁর নিজস্ব ওয়েবসাইটে এর সত্যতা নিশ্চিত করেছেন। প্রেমিক স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিক এই গায়িকার প্রথম সন্তানের বাবা।
৩৫ বছর বয়সী শারিকা তাঁর ওয়েবসাইটে লিখেছেন, ‘কেউ কেউ হয়তো জানেন, জেরার্ড ও আমি অধীর আগ্রহে আমাদের প্রথম সন্তানের আগমনের অপেক্ষায় প্রহর গুনছি। জীবনের এই অভূতপূর্ব মুহূর্তকেই এখন সবচে বেশি গুরুত্ব দিচ্ছি আমরা।’
শাকিরা আরও লিখেছেন, ‘এ জন্য আমাদের হাতে থাকা সব রকম প্রচারণামূলক কাজ আগামী কিছুদিন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি।’ কবে নাগাদ সন্তানের জন্ম দেবেন, সে বিষয়ে কিছু লেখেননি শাকিরা।
চলতি সপ্তাহে লাস ভেগাসে একটি সংগীত উত্সবে অংশ নেওয়ার কথা ছিল শাকিরার; সেটিও বাতিল করেছেন তিনি। সম্প্রতি এক খবরে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
আপাতত সব কাজ থেকে বিরতি নিলেও সামনের বছর সন্তান সামলানোর পাশাপাশি শাকিরাকে আবার কাজে ব্যস্ত হতে হবে। কারণ, সম্প্রতি এনবিসির জনপ্রিয় সংগীত প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘দ্য ভয়েস’-এ অংশ নেওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। অনুষ্ঠানটির চতুর্থ মৌসুমে মার্কিন সংগীতশিল্পী ক্রিস্টিনা অ্যাগুইলেরা এবং সি লো গ্রিনের স্থলাভিষিক্ত হয়েছেন শাকিরা ও উষার। ‘দ্য ভয়েস ৪’-এর কার্যক্রম শুরু হচ্ছে ২০১৩ সালে।
প্রসঙ্গত, আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্টের ছেলে অ্যান্টোনিও ডে লা রুয়া ও শাকিরা তাঁদের ১১ বছরের প্রেমের সম্পর্কের ইতি টানেন ২০১০ সালে। গত বছরের মার্চে ২৫ বছর বয়সী জেরার্ডের সঙ্গে প্রণয়ে জড়ান শাকিরা।
is it her first pregnancy?
Oh! It is just for feelings of motherhood by pregnancy only.
So it is first motherhood feelings no first pregnancy.
ha ha ha hahahaahahahah ha ha hahahaahahahah