মায়ানমারে জাতিগত দাঙ্গার কারণে বাংলাদেশে আটকেপড়া আরো ২০ জন ব্যাবসায়ী গতকাল সকালে মায়ানমারে ফিরে গেছে। এ পযর্ন্ত স্বদেশে ফেরত যাওয়ার সংখ্যা দাঁড়ালো ৬৪ জনে। টেকনাফ বন্দরের অভিবাসন কর্মকর্তা আব্দুল কাদের সিদ্দিকী জানিয়েছেন টেকনাফ বন্দর দিয়ে এসব মায়ানমার ব্যবসায়ী ফিরে গেলেও অপেক্ষায় রয়েছেন আরো ২০৭ জন ব্যবসায়ী। এদিকে এখনো পর্যন্ত চার বাংলাদেশী ব্যবসায়ী দেশে ফিরেননি। ধারণা করা হচেছ দাঙ্গা চলার কোন এক সময় চলে এসে অভিবাসন অফিসে রির্পোট করেননি তারা। অপরদিকে ১৭ জুন বন্দরে একটি মাছের বোট সীমান্ত বাণিজ্যের আওতায় ভিড়ে মাছ খালাস করে মায়ানমারে ফিরে গেছে। এরপর থেকে বন্দরের আমদানি রপ্তানি বন্ধ আছে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ইউনাইটেড ল্যান্ড র্পোট টেকনাফ লিমিটেড’র জিএম আব্দুল মোহাইমেন। তবে তিনি টেকনাফ বন্দর থেকে মায়ানমারে ফিরে যাওয়া পণ্যভর্তি ট্রলারের একটি শনিবার ফের টেকনাফ পৌঁছাবেন বলে নিশ্চিত করেছেন।
এ ছাড়া বন্ধ রয়েছে টেকনাফ-মংডু একদিনের ট্রানজিট যাতায়াত। এ ব্যাপারে নাসাকা-বিজিবি পতাকা বৈঠকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিজিবি ৪২ ব্যাটলিয়ন কমান্ডার লে. কর্নেল জাহিদ হাসান।
Leave a Reply