টেকনাফ নিউজ ডেস্ক… কক্সবাজারের উখিয়া–টেকনাফ উপজেলার বিভিন্ন স্থানের ৮৭ জন বাসিন্দা মিয়ানমার কারাগারে মানবেতর দিন যাপন করছে। তারা সোনার হরিণ ধরার আশায় চোরাই পথে মালয়েশিয়া যাওয়ার সময় মিয়ানমারের নাসাকা ও নৌ–বাহিনীর হাতে আটক হয়। উখিয়া থানা সূত্রে জানা গেছে, দু উপজেলার প্রত্যন্ত জনপদের এসব গরীব জনগণ দালালের খপ্পরে পড়ে কম খরচে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্য করে বিভিন্ন সময়ে সাগর পথে অবৈধ ভাবে পাড়ি জমায়। পথি মধ্যে তারা মিয়ানমারের সীমান্তরক্ষী নাসাকা ও নৌ–বাহিনীর হাতে ধরা পড়ে। সে দেশের সরকার কারাগারে আটক ৮৭ বাংলাদেশী নাগরিকের সঠিক অবস্থান সম্পর্কে জানতে চেয়ে পররাষ্ট্রমন্ত্রণালয়ে চিঠি প্রেরণ করেন। উক্ত সূত্রতায় স্বরাষ্ট্রমন্ত্রণালয় কক্সবাজার জেলা পুলিশকে মিয়ানমারের কারাগারে আটক বাংলাদেশী নাগরিকদের স্থায়ী নাগরিকত্ব যাচাই বাছাই পূর্বক আগামী ২৫ নভেম্বর এর মধ্যে প্রতিবেদন প্রেরণের জন্য নির্দেশ দেন। কক্সবাজার জেলা পুলিশ এব্যাপারে তদন্ত পূর্বক প্রকৃত নাগরিকত্ব যাছাই বা রোহিঙ্গা কিনা তা খতিয়ে দেখে প্রতিবেদন দেওয়ার জন্য উখিয়া ও টেকনাফ থানাকে নির্দেশ দিয়েছে। উখিয়া থানার ওসি অপ্পেলা রাজু নাহা বলেন, মিয়ানমার কারাগারে আটক ৮৭ জনের মধ্যে অধিকাংশের কোন হদিস পাওয়া যাচ্ছে না। তবে বেশির ভাগ আটক রোহিঙ্গা নাগরিক বলে সন্দেহ করা হচ্ছে।
Leave a Reply