হাফেজ মুহাম্মদ কাশেম…বিজিবি জওয়ানরা চোরাইপথে সাগর দিয়ে মালয়েশিয়াগামী ৩ জন যাত্রীকে দালালসহ আটক করেছে। এরা চোরাইপথে সাগর দিয়ে মালয়েশিয়া যাওয়ার‘এয়ারপোর্ট’ খ্যাত বাহারছড়ার শামলাপুর যাবার পথে টেকনাফ-শামলাপুর সড়কের দরগাহছড়া অস্থায়ী চেকপোস্ট থেকে গতকাল ৮ সেপ্টেম্বর দুপুরে বিজিবি জওয়ানরা গোপন সংবাদের ভিত্তিতে আটক করে। আটককৃত ৩জন যাত্রীই মিয়ানমার নাগরিক রোহিঙ্গা এবং পাচারকারী দালাল টেকনাফ সদর ইউনিয়নের হাবিবপাড়া গ্রামের বাসিন্দা। রাতে এরিপোর্ট লেখা পর্যন্ত ৪২ বিজিবির সদর দপ্তরে এব্যাপারে মামলার প্রস্তুতি চলছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ধৃত ৩জন রোহিঙ্গা হচ্ছে- উলা মিয়ার পুত্র মোঃ ওসমান গণি(১৮), নজির আহমদের পুত্র জহির আহমদ(১৯), আবদুল মালেকের পুত্র ছাদেক হোসেন(২০)। এরা সকলেই মিয়ানমার মংডু থানার বিভিন্ন গ্রামের বাসিন্দা এবং অবৈধ অনুপ্রবেশকারী। আদম পাচারকারী দালাল হিসাবে ধৃত ব্যক্তি হাবিবপাড়া ছৈয়দ আহমদের পুত্র মোঃ ইউনুচ(৪২) । ধৃত দালাল এদেরকে টেকনাফ থেকে যানবাহনযোগে বাহারছড়ার শামলাপুর নিয়ে যাচ্ছিল বলে বিজিবি সূত্রে জানা গেছে। এদিকে গতকাল ৮ সেপ্টেম্বর টেকনাফ সীমান্তের ২টি পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করার সময় বিজিবি জওয়ানরা ১৪ জন মিয়ানমার নাগরীক রোহিঙ্গাকে আটক করে পরবর্তীতে পুশব্যাক করেছে বলে জানা গেছে।########
Leave a Reply