এস.এম.তারেক,ঈদগাঁও…ইসলামাবাদ ইউনিয়নের হরিপুর ও বাঁশঘাটায় মাদক দ্রব্যের জমজমাট ব্যবসা চলছে। এতে করে আইন শৃংখলার অবনতি ঘটছে। পাশাপাশি যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। জানা যায়, সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নে হরিপুর ও বাঁশঘাটা এই দুই গ্রামে সাম্প্রতিক সময়ে মদ, গাঁজা ও হেরোইন ব্যবসা জমজমাট আকার ধারণ করেছে। পুরুষের পাশাপাশি মহিলা ব্যবসায়ীর সংখ্যাও আশংকাজনক হারে বাড়ছে। বাড়ীতে বসে তারা এ ব্যবসা চালিয়ে যাচ্ছে। গাঁজা ব্যবসায় ব্যাপক পরিচিতি লাভ করেছে জুনু আক্তার জুনু, হেরোইনে প্রসিদ্ধ হয়েছে রানু আক্তার রানু, বাংলা মদের ব্যবসায় জড়িত রয়েছে খরগোশের বউ নামে পরিচিত হাজেরা বেগম। খোদ ইউনিয়ন পরিষদের সামনেই দুধু মিয়া ও ধলাইয়ার রয়েছে মদের ডিপো। সম্প্রতি হরিপুরের শামশুল আলম ও রানু আক্তারের নের্তৃত্বে নতুন সংযোজন ইয়াবা ব্যবসা। বাঁশ ঘাটায় লাল মিয়ার স্ত্রী ছায়েরা নিজ বাড়িতে বসে চালিয়ে যাচ্ছে মদের ব্যবসা। বাবুল ডেকোরেশনের দোকানের পেছনে ব্রীজের গোঁড়ায় ঝুপড়িতে বসে মদ পান ও জুয়ার আসর চলে প্রতিদিন। স্থানীয় সচেতন প্রত্যক্ষদর্শী লোকজন এসব তথ্য জানিয়ে বলেন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চলে আসলেও স্থানীয় প্রশাসনের তেমন কোন এ্যাকশন পরিলক্ষিত না হওয়ায় এলাকাটি মাদক বিকিকিনির হাট হিসেবে পরিচিতি লাভ করেছে। এদিকে প্রতিদিন সন্ধ্যাার পর হরিপুর সড়কে মাতালদের হেলে দুলে চলা ও এলোমেলো কথাবার্তায় পথচারীরা অতিষ্ট হয়ে পড়েছেন। অন্যদিকে মদের টাকা যোগাতে মদ্যপায়ীরা রাতে চিছকে চুরিতে জড়িত হয়ে পড়েছে। প্রকাশ্যে মাদক মাদক ব্যবসা চললেও মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের কোন হস্তক্ষেপ পরিলক্ষিত হয়নি। এ ব্যাপারে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি কবির হোসেনের সাথে কথা হলে তিনি জানান, অভিযোগ পেলে ব্যবস্থ্যা নেয়া হবে।
Leave a Reply