সিরাজুল হক সিরাজ…ভোর ৮টা থেকে মহেশখালী বিভিন্ন স্পটে উপজেলা নির্বাহী অফিসার এটিএম কাউছার হোসেনের নেতৃত্বে মা ইলিশ আহরণকারীদের ধরতে মহেশখালীর বিভিন্ন স্থানে অভিযান জোরদার করেছে। উপজেলা নির্বাহী অফিসারের সাথে আছেন কার্যক্রমের বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা, কুমিল্লা, দেবিদ্বার এবং মোঃ এমদাদুল হক, সিনিয়র মৎস্য কর্মকর্তা, টাঙ্গাইল, মহেশখালী উপজেলার দায়িত্বরত মৎস্য অফিস সহকারী রবি চন্দ্র চাকমা, পিয়ন তেজেন্দ্র দে সহ গোপনে কুতুবজোমের ঘটিভাঙ্গা, সোনাদিয়া, ছোট মহেশখালীর জালিয়াপাড়া, শাপলাপুরের জে.এম ঘাট, হোয়ানকের ভাঙ্গা খাল, ধলঘাটার বিভিন্ন স্পট, মাতারবাড়ীর রাজঘাট ঘুরে ঘুরে দেখেন, যেন মা ইলিশ চুরি করে কেহ যেন বিক্রি করতে না পারে এবং পরিবহন করে অন্যত্র নিয়ে নিতে না পারে এবং সকলকে উদ্দেশ্য করে উপজেলা নির্বাহী অফিসার বলেন- মনে রাখতে হবে মা ইলিশ এর একটি ইলিশে ১ লক্ষ ডিম ছাড়ে। এই ডিমগুলি যথক্ষণ পর্যন্ত না ছাড়ে ততক্ষণ পর্যন্ত মা ইলিশ ধরা একেবারেই নিষিদ্ধ। আরো বলেন মা ইলিশ বাংলাদেশের জাতীয় সম্পদ। প্রতিটি নাগরিকের জাতীয় সম্পদ রক্ষার দায়িত্ব রয়েছে। সবাই মা ইলিশ ডিম না ছাড়া পর্যন্ত ধরা থেকে বিরত রাখার জন্য সবার প্রতি অনুরোধ জানান।
মহেশখালী পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামীলীগে মত বিনিময় সভা অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি, মহেশখালী- ০৩ অক্টোবর।
মহেশখালী পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামীলীগে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত কাল বেলা ২ঘটিকার সময় দক্ষিণপুটিবিলা দাসীমাঝির পাড়া প্রদীপালয় প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উক্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন- ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোস্তাফা কামাল সোহাগ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তরুণ আওয়ামীলীগ নেতা জনাব আবু বক্কর ছিদ্দিক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা ছৈয়দুল ইসলাম (সাবেক কমিশনার), আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম (কমিশনার), আওয়ামীলীগ নেতা- প্রণব কুমার দে। উক্ত মত বিনিময় সভা সঞ্চালনা করেন ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজ। আরো উপস্থিত বক্তব্য রাখেন ডাঃ মাহবুব আলম, সিরাজুল হক সিরাজ, হাজী আব্দুল হাকীম সহ ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি বলেন- বর্তমান সরকার একের পর এক উন্নয়ন কর্মকান্ড করে যাচ্ছে। যুদ্ধাপরাধীদের বিচার তরান্বিত করছে। দুর্নীতিবাজদের বিচারের কাটগড়ায় আইনের আওতায় আনছে। দেশে অভাব অনটন নাই। চাউল পৃথিবীর অন্যান্য দেশ থেকে অনেক সস্তা, এ অবস্থায় দেশকে অস্থিতিশীল করার জন্য দুস্কৃতিকারীরা উঠে পড়ে লেগেছে। সংখ্যলঘূদের ধর্মীয় উপসানালয়ে জালাও পোড়াও, নির্যাতন করে ও গাড়ী ভাংচুর, দোকান লোটপাট এটা ইসলাম ধর্মে নাই। সংখ্যলঘূর ধর্মীয় অনুভুতিতে আঘাত করে দুস্কিৃতিকারীদের অবিলম্বে আইনের আওতায় এনে শাস্তি প্রদানের জোর দাবী জানানো হয় এবং এদের প্রতি সজাগ দৃষ্টি রাখার নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান। বিশেষ অতিথি তার বক্তব্যে বলেন- মহেশখালীতে প্রতিদিন আওয়ামীলীগের পতাকা তলে অসংখ্য শান্তিপ্রীয় বাসিন্দা প্রতিদিন সমবেত হচ্ছে। সভাপতির বক্তব্যে বলেন- সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য দুস্কৃতিকারীরা চারিদিকে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করেছে। সভার শেষে দেশের জন্য দোয়া কামনা করে সভা সমাপ্তি করেন।
০১৭২৭৬২৮২৯৫
Leave a Reply