সিরাজুল হক সিরাজ…মহেশখালী থানা গতকাল ১৩ নভেম্বর রাত অনুমান ৮ ঘটিকার সময় দক্ষিণ হিন্দুপাড়া মদ ব্যবসায়ীদের বাড়ীতে চালিয়ে ১১ মাদক সেবিকে আটক করেছে। একটি মাদক সেবির মোটর সাইকেল আটক করেছে। এস.আই ওসমান গণির নেতৃত্বে এ.এস.আই একরাম সহ পুলিশ দক্ষিণ হিন্দুপাড়া মদ ব্যবসায়ীদেরকে তাদের ঘরবাড়ীতে অভিযান চালিয়ে এসব মাদক সেবিকে আটক করে থানায় নিয়ে আসে। এলাবাসী বলেন, থানার দায়িত্বরত অফিসারদে মাদকসেবিদের আটক করাতে এবং এই অভিযান জোরদার করার জন্য আহ্বান জানান এবং পুলিশ অফিসার ওসমান গণি ও একরামকে অভিনন্দন জানান।
০১৭২৭৬২৮২৯৫
Leave a Reply