হারুনর রশিদ মহেশখালী সংবাদাতা …কক্্রবাজার জেলার দ্বীপ উপজেলা মহেশখালীর চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দীর্ঘ দিন যাবৎ বিচারক শূন্য রয়েছে। বিচারক শূন্য থাকায় দ্বীপের ৪ লাখ মানুষ চরম দূর্ভোগের শিকার হচ্ছে।উপজেলার ১টি পৌর সভাসহ ৮ ইউনিয়নের শত শত বিচার প্রার্থীদের প্রতিদিন সাগর পাড়ি দিয়ে জেলা শহর কক্্রবাজারের সদর আদালতে হাজির হতে হয়। মহেশখালী জুডিশিয়াল আদালতের বিচারকের পদটি প্রায় দেড় মাস যাবৎ শূন্য থাকার কারনে বিচার প্রার্থীর পাশা পাশি আইনজীবি,আইনজীবি সহকারীরাও দুর্ভোগের শিকার হচ্ছে।
মহেশখালী জুডিশিয়াল আদালতের সিনিয়র আইনজীবি এডভোকেট নুরুল আলম জানান,বিচার প্রার্থীদের সাথে আইনজীবিদের ককসবাজারে উপস্থিত হয়ে মামলার যাবতীয় তদবীর করতে হয়। অনেক সময় হত দরিদ্র মানুষকে যাতায়াতের জন্য নিজেদেরকেও আর্থিক সহায়তা করতে হচ্ছে।
চলতি বর্ষায় মহেশখালী দ্বীপের সড়ক যোগাযোগ খারাপ থাকার কারনে উত্তর প্রান্তের ধলঘাট,মাতারবাড়ী,কালারমারছড়া হতে উপজেলা আদালতে হাজিরা দিতে সঠিক সময়ে উপস্থিত হওয়া সম্ভব হয়না। আর বিচারক শূন্যতার কারনে মহেশখালীর দূরদূরান্তের মানুষের কক্রবাজার শহরে সাগর পাড়িঁ দিয়ে আদালত বসার সঠিক সময়ে উপস্থিত হতে এক দিন পূর্বে হোটেল ভাড়ায় রাত্রি যাপন করা ছাড়া বিকল্প উপায় থাকেনা বিচার প্রার্থীদের। জোয়ার ভাটার কারনে অনেকে নিয়মিত হাজিরা দিতে বিঘœ ঘটে।
অপর আইনজীবি এডভোকেট ফারুক ইকবাল জানান ,উপজেলায় স্থায়ী বিচারকের শূন্যতার কারনে বিচার প্রাথীদের আর্থিক ছাড়াও সময়ের অপচয় হচ্ছে। অন্যন্য উপজেলার চেয়ে মহেশখালীতে বিপুল পরিমান মামলার জট থাকার কারনে শতশত মানুষকে হাজিরা দিতে কক্্রবাজারে উপস্থিত হয়ে দায়িত্ব প্রাপ্ত বিচারকের কক্ষ না চিনে বিভ্রান্তির শিকার হতে হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দ্বীপের চার লক্ষ মানুষের দাবী বিচার প্রার্থী মানুষের কষ্ট লাগবে দ্রুত ম্যাজিষ্টট নিয়োগ করা হলে জনকল্যাণ সাধিত হবে।
Leave a Reply