সিরাজুল হক সিরাজ…মহেশখালীর হতভাগা মর্জিনার আহাজারী ন্যায় বিচারের আশায় বিচারকদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে কিন্তু ন্যায় বিচারের মুখ দেখা যাচ্ছে না।তথ্য নিয়ে জানাযায়, বড় মহেশখালী ইউনিয়নের দেবাঙ্গপাড়ার আবুল হোসেনের পুত্র আব্দুল হামিদের সাথে চকরিয়া পেকুয়া ইউনিয়নের মাতব্বর পাড়া গ্রামের ফরিদুল আলমের কন্যা মর্জিনা আক্তার (২৪) এর সাথে ১৬ জুলাইয়ের ১১ইং সালে ২ লক্ষ টাকা কাবিনের নিরিখে চকরিয়া কাজী অফিসে শুভ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। কিছু দিন যেতে না যেতেই পর মহিলা লোভী আব্দুল হামিদ পরকিয়া প্রেমের টানে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে মর্জিনার কোন খবর নাই তার স্বামীর পরকিয়া প্রেমের বাধাঁ দিলে তার উপর নির্যাতন মাত্রা বাড়িয়ে দেয় পরশেষে হামিদ ককসবাজারের বাহারছড়া এলাকার কহিনুর আক্তার নামক এক মেয়ের সাথে প্রেমে জড়িয়ে পড়ে এ বিষয়টি হামিদের গার্ডিয়ান বড় মহেশখালী ইউনিয়নের ইউ পি সদস্য হিরোকে অবহিত করলে সে বলে আমাকে ৪ লক্ষ টাকা দিলে হামিদকে হাজির করে এবং তোমাদের স্বামী-স্ত্রীর সমস্যাগুলি সমাধান করে দিব।
এ ব্যাপারে মর্জিনা আক্তার জানান, আমাকে বিবাহের পর কিছু দিন যেতে না যেতে পর মহিলা লোভী হামিদ যৌতুকের টাকা দাবী করে প্রতিনিয়ত আমার উপর নির্যাতন চালায় বিষয়টি তার গার্ডিয়ানকে বারং বার অবহিত করে ও কোন ধরনের সু-বিচার পায়নি। শুধু কান্নাকাটিই তার একমাত্র সহায় সম্বল হয়ে দাড়িয়েছে। ০১৭২৭৬২৮২৯৫
Leave a Reply