হারুন রশিদ -হারুন…মহেশখালী থানা পুলিশের অভিযানে উপজেলার শীর্ষ সন্ত্রাসী আব্দু রশিদ প্রকাশ রশিদ্যা ডাকাত অস্ত্র সহ গ্রেপ্তার হয়েছে।মহেশখালী থানার ওসি রনজিৎ কুমার বডুয়া জানান ,হোয়ানক ইউনিয়নের কালাগাজীর পাড়ায় পশ্চিমে একটি চিংড়ি ঘেরে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল সন্ত্রাসী গোপন সংবাদ পেয়ে পুলিশ রাত ১টায় ওসি রনজিৎ কুমার বড়–য়া ,এস আই এনামুল হক,এসআই সুজন আচার্য্য,এসআই সেলিম চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ কালাগাজীর পাড়া গ্রামে অভিযান চালিয়ে দাওয়া করে, এসময় ডাকাত গ্রুপের অন্য সদস্যরা পালিয়ে গেলে ও শীর্ষ সন্ত্রাসী হোয়ানক পুইছড়া গ্রামের মৃত আবুল কালামের পুত্র আব্দু রশিদ প্রকাশ রশিদ্যা ডাকাত (৩২) কে অস্ত্র সহ গ্রেপ্তার করে।
পুলিশ সুত্রে জানা গেছে, গ্রেপ্তার কৃত রশিদ মহেশখালী থানার এস আই পরেশ কারবারী হত্যা,কালাখাতুন,ও নুর হোসেন হত্যা মামলার আসামী । হত্যা মামলা ছাড়া ও রশিদ ডাকাতের বিরোদ্ধে মহেমখালী থানায় চাঁদা বাজী, চিংড়ী ঘের দখল ,বাড়ী ডাকাত পানের বরজ লুট সহ দশটি মামলা রয়েছে। গ্রেপ্তার কালে পুলিশ রশিদের কোমর থেকে একটি দেশীয় তৈরী বন্দুক ২টি কাতুর্জ উদ্ধার করে ।
মহেশখালী থানায় পুলিশ বাদী হয়ে আরো একটি অস্ত্র মামলা রজু হচ্ছে বলে জানিয়েছেন মহেশখালী থানার ওসি রনজিৎ কুমার বড়–য়া।
মহেশখালী থানা পুলিশের হাতে আঠক রশিদ ডাকত
হারুন রশিদ -হারুন
মহেশখালী- ঃ ১৩ জুলাই/১২
মহেশখালীর শীর্ষ সন্ত্রাসী রশিদ ডাকাতগ্রেপ্তার,১অস্ত্র উদ্ধার।
হারুন রশিদ -হারুন
মহেশখালী- ঃ ১৩ জুলাই/১২
মহেশখালী থানা পুলিশের অভিযানে উপজেলার শীর্ষ সন্ত্রাসী আব্দু রশিদ প্রকাশ রশিদ্যা ডাকাত অস্ত্র সহ গ্রেপ্তার হয়েছে।
মহেশখালী থানার ওসি রনজিৎ কুমার বডুয়া জানান ,হোয়ানক ইউনিয়নের কালাগাজীর পাড়ায় পশ্চিমে একটি চিংড়ি ঘেরে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল সন্ত্রাসী গোপন সংবাদ পেয়ে পুলিশ রাত ১টায় ওসি রনজিৎ কুমার বড়–য়া ,এস আই এনামুল হক,এসআই সুজন আচার্য্য,এসআই সেলিম চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ কালাগাজীর পাড়া গ্রামে অভিযান চালিয়ে দাওয়া করে, এসময় ডাকাত গ্রুপের অন্য সদস্যরা পালিয়ে গেলে ও শীর্ষ সন্ত্রাসী হোয়ানক পুইছড়া গ্রামের মৃত আবুল কালামের পুত্র আব্দু রশিদ প্রকাশ রশিদ্যা ডাকাত (৩২) কে অস্ত্র সহ গ্রেপ্তার করে।
পুলিশ সুত্রে জানা গেছে, গ্রেপ্তার কৃত রশিদ মহেশখালী থানার এস আই পরেশ কারবারী হত্যা,কালাখাতুন,ও নুর হোসেন হত্যা মামলার আসামী । হত্যা মামলা ছাড়া ও রশিদ ডাকাতের বিরোদ্ধে মহেমখালী থানায় চাঁদা বাজী, চিংড়ী ঘের দখল ,বাড়ী ডাকাত পানের বরজ লুট সহ দশটি মামলা রয়েছে। গ্রেপ্তার কালে পুলিশ রশিদের কোমর থেকে একটি দেশীয় তৈরী বন্দুক ২টি কাতুর্জ উদ্ধার করে ।
মহেশখালী থানায় পুলিশ বাদী হয়ে আরো একটি অস্ত্র মামলা রজু হচ্ছে বলে জানিয়েছেন মহেশখালী থানার ওসি রনজিৎ কুমার বড়–য়া।
মহেশখালী থানা পুলিশের হাতে আঠক রশিদ ডাকত
হারুন রশিদ -হারুন
মহেশখালী- ঃ ১৩ জুলাই/১২
Leave a Reply