সম্প্রতি মহেশখালীতে ভোটার হালনাগাত হচ্ছে জেনে এক ব্যাক্তি নিজের পিতাকে আইডি ও ভোটার লিষ্ট থেকে বাদ দিয়ে আর এক জনকে পিতা সাজানোর জন্য মোট অংকের মিশন নিয়ে মাঠে নেমেছে। সূত্রে প্রকাশ মহেশখালী ধলঘাটা ইউনিয়নের উত্তর সাপমারার ডেইল এলাকার মৃত গোলাম মোস্তাফার ছেলে নুরুল ইসলাম (২৫) অতি লোবের বর্শিভোত হয়ে মাতার বাড়ি সদ্দার পাড়া এলাকার গোলাল সোবাহান কে ভোটার লিষ্ট ও আইডিকাড়ে পিতা বানিয়ে সম্পদ দের ভাগনিতে মরিয়া হয়ে উটেছে।ধলঘাটা সাপমারার ডেইল এলাকাবাসি সুত্রে জানাযায়,নুরুল ইসলাম সাপমারার ডেইল এলাকার মৃত গোলাম মোস্তফার ছেলে,তার পর ও মাতার বাড়ী ইউনিয়নের কয়েক জন দুষ্ট প্রকৃতির সভাবের লোকের পাল্লায় পড়ে নিজ পিতা গোলাম মোস্তফার কে বাদ দিয়ে মাতার বাড়ি সদ্দার পাড়া এলাকার গোলাল সোবাহান কে পিতাসাজানোর পায়তারায় মরিয়াহয়ে উটেছে।এব্যাপারে মাতার বাড়ী ইউনিয়নের সদ্দার পাড়া এলাকার মৃত গোলাল সোবাহানের পরিবারের সদস্যরা, ভোটার হালনাগাদে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আইনি সহযোগিতা কামনা করেছেন ।
Leave a Reply