সিরাজুল হক সিরাজ, মহেশখালীতে চিংড়ীঘেরে নিহতের পরিবার থানায় হত্যা মামলা দায়ের করেছে। ঘটিভাঙ্গা মৌজাস্থ বিগত ৪ নভেম্বর গভীর রাত্রে বড় মহেশখালী ইউনিয়নের আল্যাইলার ঘোনার দক্ষিণ পশ্চিমে মাইল্যা ঘোনা নামক স্থানে এই হত্যা কান্ড সংগঠিত হয়। নিহতের নাম ছলিম উল্লাহ(২৯)।
সুত্রে জানা যায়, উপজেলার বড়মহেশখালী ইউনিয়নের পূর্ব ফকিরাঘোনায় সিরাজ মিয়া বাশির মালিকানাধীন মাইল্যার ঘোনায় বিগত ৪ নভেম্বর গভীর রাতে ফকিরাকাটা মোঃ জকরিয়ার পুত্র ছলিম উল্লাহ মাছ ধরতে যায়। এসময় ঘোনায় দায়িত্বরত কর্মচারীরা বেআইনী অস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি করতে থাকে। এসময় আত্মরক্ষাতে ছলিম উল্লাহ মাঠিতে লুটিয়ে পড়লে তার মাতায় ও বুকে গুলি বৃদ্ধ হয়ে ঘটনাস্থলে প্রাণ হারায়। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে। নিহিত ছলিম উল্লাহ নামাজের জানাজা সম্পন্ন হয়। এরপর বিগত ৫ নভেম্বর আওয়ামীলীগ নেতা সিরাজ মিয়া বাঁশিকে প্রধান আসামী করে আট জনকে অভিযুক্ত করে মহেশখালী থানাতে হত্যা মামলা দায়ের করেছে। যার মহেশখালী থানার হত্যা মামলা নং-০৬/২২২
সূত্রে জানা যায় এই হত্যা মামলা রুজ্জু হওয়ার পর উক্ত ঘটনার নিহিত এর ব্যাপারে ধ্রুম জালের সৃষ্টি হয়েছে। সরজমিন, ঘটনাস্থল, বড় মহেশখালী এলাকার অনেক অনেক লোকজন জানায় সিরাজ মিয়া বাঁশি কে আসামী করায় শত্রুতা মূলক ছাড়া আর কিছু নয়। আল্যাইলার ঘোনার দক্ষিণ পশ্চিমে মাছ চোরের দল মাছ ডাকাতি করতে গেলে উভয় পক্ষের গুলাগুলিতে নিহিত হয় ছলিম উল্লাহ (২৯) অন্যান্য মাছ চোরেরা আহত হয়। নাম প্রকাশ না করার শর্তে বলেন অনেক দুরথেকে নিহিত ছলিম উল্লাহর লাশটি সিরাজ মিয়া বাঁশির মালিকানাধীন মাইল্যার ঘোনার কাটিতে রাখিয়া পুলিশ ও নিহিতের পরিবারকে খবর দেয়। সিরাজ মিয়া বাঁশি এর অনেক চিংড়ী ঘের রহিয়াছে। প্রতিটি চিংড়ী ঘেরের তার নিয়োজিত হালিয়া, মজুর রহিয়াছে। সিরাজ মিয়া বাঁশি চারদিন পাঁচদিন পর তার চিংড়ীঘেরের দিনের বেলায় গাড়ী যোগে যাইয়া দিনের বেলায় তার বাড়ীতে চলিয়া আসে। সিরাজ মিয়া বাঁশি কখনো চিংড়ীঘেরের রাত্রিতে থাকে না। আরেক সূত্রে জানা যায় সিরাজ মিয়া বাঁশি কে মোবাইল ফোনে জিজ্ঞাসা করিলে সে বলে বিনা কারণে অনর্থক আমাকে হত্যা মামলায় জড়ানো হয়েছে। আরো বলেন কোথায় না কোথায় মাছ ডাকাতি করেছে, চুরি করেছে আমাকে মিত্যা হত্যা মামলায় আসামী করা হয়েছে। এটা আমাকে হয়রানি ছাড়া কিছুই না।
এই কথা কথাটুকু বলেন শত শত লোকজন। এদিকে থানা সূত্রে জানা যায়, মামলা দায়েরের পর থেকে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা যায়।
সিরাজুল হক সিরাজ,
০১৭২৭৬২৮২৯৫
Leave a Reply