মোহাম্মদ সিরাজুল হক সিরাজ- …..মহেশখালীতে উন্নত প্রযুক্তিতে ভল জাতের বেগুন চাষ হচ্ছে প্রচুর পরিমাণে। বেগুন চাষীদের মাঝে হাসির ঝিলিক দেখা যাচ্ছে। আমন ধান কাটার সাথে সাথে উচ্চ জমি গুলিতে সরকারীভাবে প্রযুক্তি ব্যবহার করে সার, গোবর, কীটনাশক, শুকনা মাছের গুড়া দিয়া মাটিতে ভালভাবে মিশিয়া আটি করে এই উন্নত জাতের দেশীয় বেগুন বীজের চারা রোপন করা হয়। এই চারাগুলি ৪৮ দিনের মাথায় বেগুনগাছ গুলি বড় হয়ে ভাল জাতের বেগুন গাছে ফুল দেখা যাচ্ছে। চাষী, প্রযুক্তিবিদরা বলেছেন তারা ৫/৬ দিনের ভিতরে এই উন্নত জাতের দেশীয় ভাল জাতের বেগুন গাছ থেকে বেগুন উঠাতে পারা যাবে বলে চাষীরা জানান। এইভাবে খোজ খবর নিয়া জানা যায়, মহেশখালীর উচু জায়গায় এই জাতের শত শত বেগুন চাষের চাষীরা কাজ করেছেন। চাষী সূত্রে জানা যায়, মহেশখালীতে উচু জায়গায় প্রায় ৪ হাজার একর উন্নত মানের, ভাল জাতের বেগুন চাষ হচ্ছে উন্নত প্রযুক্তিতে। এদিকে উপজেলা মহেশখালীর কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও চাষীদের যৌথ উদ্যোগে এই ভাল জাতের বেগুনের চাষ হচ্ছে। এলাকার লোকজন ও চাষীদের থেকে জানতে চাইলে তারা বলেন এইভাবে ভাল ফলন হইলে হাজার হাজার মণ উন্নত মানের বেগুন উৎপাদন হবে বলে তারা আশা করছে।
Good news, but worng sentence & word.