মোঃ রেজাউল করিম সদরের ঈদগাঁওকে ঘিরে গড়ে উঠেছে জাল ড্রাইভিং লাইসেন্স চক্র। কক্সবাজার বিআরটিএ এর ব্যবহৃত কাগজপত্র জাল করে ২হাজার ড্রাইভার ঈদগাঁওর সড়ক মহাসড়ক ও উপসড়ক গুলোতে দাপিয়ে বেড়াচ্ছে। এসব জাল চক্রের সাথে খোদ জড়িত রয়েছে কক্সবাজার বিআরটিএ অফিসের কতিপয় কর্মকর্তা কর্মচারীরা। জানা যায়, জাল ড্রাইভিং লাইসেন্স,রেজিষ্ট্রেশন ফিটনেস,ট্যাক্স টোকেন সহ সব ধরনের গাড়ির ভূঁয়া কাগজ তৈরি করে আসছে দীর্ঘদিন ধরে এ চক্র। এসব জাল কাগজপত্রের মধ্যে রয়েছে মোটর সাইকেল,সিএনজি, মাইক্রো,মাহিন্দ্রা থেকে শুরু করে হালকা -মাঝারী ও ভারী সব ধরনের মোটর যান। এ চক্রের মাধ্যমে লাইসেন্স পেতে কোন পরীক্ষা দিতে হয়না। প্রয়োজন লাগেনা গাড়ি চালনার অভিজ্ঞতা। তাদের হাতে মোটা অংকের টাকা দিলেই মেলে ড্রাইভিং লাইসেন্স। এসব জাল ড্রাইভিং লাইসেন্সের কারণে স্থানীয় পুলিশ প্রশাসন অনেক সময় বিভ্রান্ত হচ্ছে। শুধু ড্রাইভিং লাইসেন্স নয় বিআরটিএর ছাপানো পূর্ণাঙ্গ সেট,রেজিষ্ট্রেশন,ফিটনেস,রোড পারমিট,ট্যাক্স টোকেন সব গুলো ১০/১৫হাজার টাকায় পাওয়া যায়। ঈদগাঁও তদন্ত কেন্দ্রের পুলিশ জানায়, বিআরটিএর ব্যবহৃত কাগজপত্র জাল হওয়ায় সড়ক পথে দায়িত্বরত পুলিশ সদস্যরা বিভ্রান্ত হচ্ছে হামেশা। অন্যদিকে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সংঘবদ্ধ জালিয়াত চক্রকে ধরতে পুলিশ কাজ করছে বলে জানান, ঈদগাঁও তদন্ত কেন্দ্রের টু আইসি মনজুর কাদের ভুইয়া।
Leave a Reply