বাংলাটাইমস রিপোর্ট:— মন্ত্রিসভায় আরও রদবদল হওয়ার ইঙ্গিত দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বঙ্গভবনে নতুন পাঁচজন মন্ত্রী ও দু’জন প্রতিমন্ত্রীর শপথ গ্রহণের পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় সাংবাদিকদের প্রধানমন্ত্রী বলেন, ‘সংসদীয় গনতন্ত্রে মন্ত্রিসভার রদবদল একটি নিয়মিত কার্যক্রম এবং যেসব এলাকা মন্ত্রী থেকে বঞ্চিত ছিল, আমরা সেসব এলাকা থেকে নতুন মন্ত্রী করার চেষ্টা করেছি।’ বর্তমান মন্ত্রিসভায় আরও রদবদলের সম্ভাবনা সম্পর্কে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘এটা এখনই বলা যাবে না, মন্ত্রিসভায় যোগ-বিয়োগ হতেই পারে।’ নবনিযুক্ত মন্ত্রীদের মধ্যে দপ্তর বন্টন সম্পর্কে শেখ হাসিনা বলেন, আগামী সপ্তাহের প্রথমদিন রোববার এটা করা হবে। দু’জন সংসদ সদস্যের মন্ত্রিসভায় যোগদানে অস্বীকৃতি সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, তিনি কাউকেই ব্যক্তিগতভাবে মন্ত্রিসভায় যোগ দিতে বলেননি। যারা মন্ত্রিসভায় যোগদান করতে সম্মত হয়েছেন, তারাই এখানে শপথ নিতে এসেছেন উল্লেখ করে তিনি বলেন, ‘সুনির্দিষ্ট কয়েজনকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রস্তাব পাঠানো হয়েছিল।’
সরকারের মেয়াদের শেষদিকে নতুন মন্ত্রীদের চ্যালেঞ্জ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমাদের দলীয় লোকদের জন্য এটা কোন চ্যালেঞ্জ হতে পারে না, কেননা তারা দেশকে উন্নয়নের পথে নিয়ে যেতে যেকোন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত।’
বর্তমান সরকারের গতিশীলতা সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, দেশে উন্নয়নের গতি ধীর নয়। গত অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির ৯২ ভাগ বাস্তবায়িত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, মুদ্রাস্ফীতির হার হ্রাস পেয়ে ‘সিঙ্গেল ডিজিট’ হয়েছে এবং ২০০৯ সালে বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের সময় এ সংখ্যা ছিল ‘ডাবল ডিজিট’।
Leave a Reply