মুহাম্মদ ছলাহ্ উদ্দিন, টেকনাফ ॥
টেকনাফের হ্নীলা ইউনিয়ন যুবলীগের এক নেতা চিকিৎসা সহায়তা দিতে গিয়ে কক্সবাজারে অপহরণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে উপস্থিত এক মুক্তিযোদ্ধার সহায়তায় পুলিশের মাধ্যমে তিনি রক্ষা পান।
অভিযোগে জানা যায়, কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন সন্ত্রাসীদের হাতে গুলিবিদ্ধ সহোদর ভাই মিজানুর রহমানসহ অন্যান্যদের চিকিৎসা সহায়তা দিতে কক্সবাজরে অবস্থারত উপজেলার হ্নীলা ইউনিয়ন যুবলীগ নেতা স্থানীয় রঙ্গিখালী এলাকার নজির আহমদের পুত্র মুফিজুর রহমান (২৬) বুধবার সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার হাসপাতাল রোডস্থ পুরাতন শেভরণ ক্লিনিকের সামনে পৌঁছলে পূর্বশত্র“তার জের ধরে ওই এলাকার আবদুস সালামের পুত্র আবদুল হামিদ কাফিয়ার নেতৃত্বে একদল ভাড়াটে সন্ত্রাসী ঘিরে ধরে তাকে অপহরণের উদ্দেশ্যে টানাহেঁচড়া করে একটি গাড়ীতে তুলতে চেষ্টা করে। এসময় অসহায় মুফিজ তাদের হাত থেকে বাঁচার জন্য শোরচিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। এসময় কাফিয়াসহ সন্ত্রাসীরা অস্ত্রের ভয় দেখালে তারা নিরাপদ দূরত্বে সরে পড়ে। ঠিক এসময় মুক্তিযোদ্ধা আইয়ূব বাঙ্গালী ঘটনাস্থলে পৌঁছলে মুফিজের শোরচিৎকার শুনে জনতার সহায়তায় তাকে উদ্ধার করে নিরাপত্তা হেফাজতের জন্য সদর মডেল থানার এসআই কামালের হাতে সোপর্দ করে। পরে জেলা ছাত্রলীগ সভাপতি আলী আহমদ থানা মুফিজকে নিজ হেফাজতে নিয়ে আসেন।
অপহরণের শিকার মুফিজ এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
Leave a Reply