জাবেদ আবেদীন শাহীন::::বাজার জুড়ে সয়লাব হয়ে গেছে নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য। মুনাফালোবীরা ভোক্তাদের থেকে দাম নিচ্ছে আসল পণ্যের চেয়ে বেশী। বাজার নিয়ন্ত্রক সিন্ডিকেট চক্র দোকানগুলোতে ভেজাল নকল পণ্য আকর্ষনীয় ভাবে সাজিয়ে রেখেছে। এতে বেশীর ভাগ পণ্যের গাঁয়ে বিএসটিআইয়ের সীল নেই। তার মধ্যে বেশ কিছু পণ্য বাহিরের আবরণ আকর্ষনীয় করে উৎপাদনের কোন তারিখ না বসিয়ে দেদারসে দোকানীরা বেচা বিক্রি করছে। সাধারন মানুষ জানতে চায় , সামনে রমজান তারপরেও কি দায়িত্বরত কতৃপক্ষের ঘুম ভাঙ্গবেনা। এইসব পণ্য বাজেয়াপ্ত করতে মাসব্যাপী অভিযান চালিয়ে দ্রুত আইনের আওতায় আনা। খুচরা দোকানদার ইকবাল জানান, শহরের বড় বাজারে মজুদদাররা রমজানের ২/৩মাস আগে থেকে বেশী লাভের আশায় ভেজাল নকল মেয়াদোত্তীর্ণ পণ্য গোডাউন জাত করে রেখেছে। পুলিশের মুখ বন্ধ করে রেখেছে সিন্ডিকেট চক্র। এদিকে বাজারের সময় সুযোগ বুঝে এ সব পণ্য বাজারজাত করে বেচাবিক্রি করছে। সত্য কথা বলতে কি এ সব পণ্য বেশীর ভাগ ভেজাল মেয়াদেপাত্তীর্ণ । ঝঁিটকা অভিযান চালিয়েগোডাউন সিলগালা করে চক্রদের অআটক করলে বাজারে পরিবর্তন আসবে।