হাফেজ মোজাম্মেল হক বাহার…প্রবল বর্ষণে বাড়িঘর ও রাস্তা ঘাট লন্ড ভন্ড হয়ে গেছে টেকনাফ শামলাপুরের। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে পানি বন্দী হয়ে আছে অত্র এলাকার মাদ্রাসা সহ অর্ধ শতাধিক বাড়িঘর এবং পানির নিচে তলিয়ে গেছে কৃষকের ঘাম ঝরানো শ্রম দিয়ে বুনা ফল-ফসলাদির মাঠ। দেখা গেছে অত্র এলাকার পূর্ব মাঠ পাড়ার একটি কবরস্থান ও পার্শ্ববর্তী একটি নূরাণী মাদ্রাসা পানিতে তলিয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে। যার কারণে লুন্ঠিত হচ্ছে কবরস্থানের মান-মর্যাদা ও ব্যঘাত ঘটছে উক্ত মাদ্রাসায় পড়–য়া শত শত ছাত্র ছাত্রীদের লেখা পড়ায়। অত্র প্লাবিত এলাকার সুবিধা বঞ্চিত জনগণ থেকে জানা যায়, ভারী বর্ষণের আভা পেলে তাদেরকে আগে ভাগে এলাকা ত্যাগ করে অন্য স্থানে আশ্রয় নিতে হয়। সরকার ও এলাকার বিত্তবান জনমহল পাহাড়ি ঢলগুলো যাওয়ার কোন বিকল্প ব্যবস্থা করে দিলে এলাকার বাস্তব চেহারা ফিরে পাবে বলে আশা করেন অত্র প্লাবিত এলাকার সুবিধা বঞ্চিত জনগণ।
Leave a Reply