ভারতীয় বাংলা চ্যানেলের সিরিয়াল বন্ধ, ভরসা এখন মমতা
শনিবার ২৫ আগস্ট, ২০১৮ ১:৪৩ অপরাহ্ন
430 বার এই নিউজটি পড়া হয়েছে
টেকনাফ নিউজ ডেস্ক:: ভারতের বাংলা চ্যানেলের সিরিয়ালের শিল্পীদের ধর্মঘটে দারুণ দুশ্চিন্তায় পড়েছেন দর্শক-ভক্তরা। স্টুডিওগুলো ফাঁকা আছে। কোনো শুটিং হচ্ছে না। সিরিয়ালপ্রেমীরা তাই অতি জনপ্রিয় সিরিয়ালগুলো উপভোগ করতে পারছেন না। বিনোদনের বড় একটি অংশ হঠাৎ করেই যেন হারিয়ে গেছে।
জানা গেছে, এবার টিভি সিরিয়াল নিয়ে তৈরি অচলাবস্থা নিরসনে এবার সরাসরি হস্তক্ষেপ করতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিরিয়াল সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে নবান্নে আলোচনাতেও বসেছিলেন তিনি।
এর আগে গত বৃহস্পতিবার বেলা ১১টায় টালিগঞ্জের টেকনিশিয়ান্স স্টুডিওতে সংস্কৃতি দপ্তরের বৈঠকের কথা ছিল। কিন্তু তা আর হয়নি। এখন সমস্যা নিরসনে মমতার দিকে তাকিয়ে আছে সব পক্ষই।
ওভারটাইম করে প্রাপ্য টাকা না পাওয়া, বেতন নিয়ে জটিলতা ইত্যাদি বিষয়ে চলছে এই অচলাবস্থা। এসব সমস্যা নিয়ে প্রযোজকদের সঙ্গে শিল্পীদের মধ্যে বেশ কিছুদিন ধরে ঝামেলা চলছে। শিল্পীরা নানা দাবি তুলেছেন। একনজরে জেনে নেয়া যাক তাদের দাবিগুলো-
এক নজরে কলাকুশলীদের দাবি–
১. প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে বেতন
২. বকেয়া বেতন দিয়ে দিতে হবে
৩. শিল্পীরা সর্বোচ্চ ১০ ঘণ্টা কাজ করবেন
৪. দশ ঘণ্টার বেশি কাজ করলে ঘণ্টাপ্রতি টাকা
৫. তিরিশ জুন পর্যন্ত বকেয়া টাকা মেটাতে হবে
এ অবস্থার প্রেক্ষিতে গত শনিবার থেকে সব সিরিয়ালের শুটিং বন্ধ আছে। সিরিয়ালগুলোর কোনো নতুন পর্ব প্রচারিত হচ্ছে না। টিভি সিরিয়ালের স্লটেই পুরনো পর্বের রিপিট চলছে। আবার টিভি সিরিয়াল চলা, না-চলার সঙ্গে জড়িয়ে বহু কলাকুশলীর জীবিকা। এমন অবস্থায় মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করতে চলেছেন বলে মনে করা হচ্ছে।
বৈঠকের মাধ্যমে কোনো মীমাংসা না হলে সরকার কঠোর পদক্ষেপ নেবে বলেও জানা গেছে।
সূত্র: আনন্দবাজার