মোজাম্মেল হক বাহার…লাইসেন্সহীন চোরাই মোটর সাইকেলের লাগামহীন চলাচলের কারণে গত ৩০ সেপ্টেম্বর উখিয়া জালিয়াপালং ইউনিয়নের মনখালালীতে রাত ৯ঘটিকার সময় মোটর সাইকেলের ধাক্কায় স্থানীয় মৃত নুরুল কবির (প্রকাশ লুল্লুইক্কার) শিশু পুত্র আবুল হাশেম(১২) গুরুতর আহত হয়। মোটর সাইকেলটি ছিল স্থানীয় রহমত শরীফের পুত্র তুফাইল আহাম্মদের। জানা যায় তোফাইল আহাম্মদ তার লাইসেন্সহীন মোটর সাইকেলটি নিয়ে হাই গতিতে শামলাপুর যাওয়ার পথে রাস্তার এক পাশ দিয়ে বাড়ি যাওয়ারত অবস্থায় শিশু হাশেমের পেছন দিয়ে ধাক্কা দেয়। ধাক্কার তোড়ে হাশেম ৫/৬ হাত দুরে গিয়ে পড়ে গেলে গুরুতর আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। এমতাবস্থায় তার গরীব মা তাকে চিকিৎসার জন্য শামলাপুর আল-হোসাইন হেল্থ কেয়ারে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার বলেন, তার অবস্থা খুবই আশংকা জনক। জানা যায় চট্টগ্রাম, কক্সবাজার ও বিভিন্ন জায়গার কিছু চুরিকৃত মোটর সাইকেল অল্প দামে ক্রয় করে এনে বিভিন্ন জায়গায় সামাল দিচ্ছে বাহারছড়া ও মনখালীর একটি সিন্ডিকেট। এ সব লাইনন্সহীন মোটর সাইকেলের লাগামহীন চলাচলের কারণে প্রতিনিয়ত ঘটতে আছে এরকম দূর্ঘটনা।
Leave a Reply