বিরোধী দলীয় নেতা বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ১০ নভেম্বর রামু বৌদ্ধ বিহার ও ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে কক্সবাজার আগমণ এবং আগামী ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষ্যে জেলা বিএনপি ও অংগ সংগঠন সমূহের এক যৌথ প্রস্তুতি সভা জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে শহরের এক অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে গতকাল বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, যুগ্ম সম্পাদক আবু ছিদ্দিক ওসমানী, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, প্রচার সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী, জেলা শ্রমিকদলের সভাপতি কাউন্সিলর রফিকুল ইসলাম, জেলা মৎস্যজীবিদলের সভাপতি হামিদ উদ্দিন ইউছুপ গুন্নু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম. মোকতার আহমদ, জেলা ছাত্রদল সভাপতি সৈয়দ আহমদ উজ্জল, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি অধ্যাপক আজিজুর রহমান, জেলা বিএনপির সদস্য আজমল হুদা, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমীর আলী, সাংস্কৃতিক সম্পাদক রাশেদুল হক রাসেল, জেলা যুবদলের দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম মুকুল, প্রচার সম্পাদক এড. মোহাম্মদ ইউনুছ, ত্রাণ বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন আফসেল, যুবদল নেতা শরীফ উদ্দিন বাবুল, মোহাম্মদ হামিদুল হক, শহর যুবদলের আহবায়ক মোহাং রফিক, জেলা ছাত্রদলের সদস্য মোহাম্মদ মুরাদ, শহর ছাত্রদলের সভাপতি শাহিনুল ইসলাম শাহীন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুর রউফ, জেলা তরুণ প্রজন্ম দল আহবায়ক নুরুল আক্কাস পাশা, যুগ্ম আহবায়ক ওয়াহিদুল ইসলাম লিটন, ছাত্রদল নেতা ফাহিমুর রহমান, আল আমিন, সাদ্দাম হোসেন, জামাল হোসেন, শহর শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মোহাং কালু, মোহাম্মদ ইউসুফ প্রমুখ। সভায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রামুর সম্প্রীতি সমাবেশে বিএনপি, অঙ্গ সংগঠন সমূহের সকল পর্যায়ের নেতাকর্মী ও জেলা বাসীকে অংশগ্রহণ করার জন্য আহবান জানানো হয় এবং ৭ নভম্বের লালদীঘির পশ্চিম পাড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিকাল ৩ টায় আলোচনা সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়।
বার্তাপ্রেরক
=স্বাক্ষরিত=
ইউসুফ বদরী
দপ্তর সম্পাদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি
কক্সবাজার জেলা শাখা
মোবাইল ঃ ০১৭১১-৪০৭৮৮৩।
Leave a Reply