বীমা কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও এমডির ব্যবহƒত গাড়ির দাম ৪০ লাখ টাকার বেশি হতে পারবে না। একই সঙ্গে বীমা কোম্পানি কর্তৃক জমি ক্রয় করতে হলেও কর্তৃপক্ষের অনুমতি নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। সম্প্রতি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) সব লাইফ ও নন-লাইফ বীমার মুখ্য নির্বাহী কর্মকর্তা বরাবর আলাদা আলাদা প্রজ্ঞাপনের মাধ্যমে এ নির্দেশ দেয়। আইডিআরএ সদস্য নব গোপাল বণিক স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে বলা হয়, সম্প্রতি বীমা কোম্পানি কর্তৃক জমি বা দালান ইত্যাদি স্থাবর সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে অব্যবস্থাপনা লক্ষ্য করা যাচ্ছে। জীবন বীমা কর্তৃক এসব সম্পত্তি ক্রয় করার ক্ষেত্রে কোম্পানিগুলোর পলিসিহোল্ডারদের স্বার্থ সরাসরি সংশ্লিষ্ট থাকে। অন্যদিকে নন-লাইফ বীমা কোম্পানি কর্তৃক এ ধরনের সম্পদ ক্রয়ের ক্ষেত্রে শেয়ারহোল্ডারদের স্বার্থ থাকে। এসব সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে অনিয়ম হলে পলিসিহোল্ডার ও শেয়ারহোল্ডারদের স্বার্থ ক্ষুণœ হয়। প্রজ্ঞাপনে আরও বলা হয়, এছাড়া সম্পদ একই খাতে কেন্দ্রীভূত হলে ঝুঁকির মাত্রা বৃদ্ধি পায়। যা প্রতিষ্ঠানের অস্তিত্ব বিপদাপন্ন করতে পারে। এক্ষেত্রে এসব সম্পত্তি ক্রয়ের বিষয়ে কর্তৃপক্ষের পূর্বানুমতি লাগবে। জারিকৃত আরেক প্রজ্ঞাপনে বলা হয়েছে, বীমা কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও এমডির ব্যবহƒত গাড়ির দাম ৪০ লাখ টাকার বেশি হতে পারবে না। এদের গাড়ির জন্য বীমা কোম্পানি সর্বোচ্চ ৪০ লাখ টাকা দেবে। এর বেশি মূল্যের গাড়ি কিনতে হলে কোম্পানি কোন টাকা দিতে পারবে না। প্রজ্ঞাপনে বলা হয়, পলিসি গ্রাহকদের অর্থে বিলাসবহুল গাড়ি ব্যবহার করছেন বীমা কোম্পানির মালিকরা। বীমা কোম্পানির যানবাহন খাতে উচ্চমাত্রার এ ব্যয়ে শুধু পলিসি গ্রাহকদের স্বার্থই ক্ষুণœ হচ্ছে না, এতে ক্ষতির শিকার হচ্ছেন কোম্পানির শেয়ারধারীরাও। বিষয়টি বিবেচনায় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আইডিআরএ।
Leave a Reply