হুমায়ুন রশিদ,..টেকনাফ বাহারছড়া উপকূলে মালয়েশিয়া আদম পাচারকারী চক্র লক্ষ টাকার বিনিময়ে আইন-প্রয়োগকারী সংস্থাকে ম্যানেজ করে রাতের আঁধারে পাড়ি দিয়েছে। তবে স্থানীয় সচেতন জনতা ৯ মালয়েশিয়া যাত্রীকে আটক করেছে।>সুত্রে জানাযায়- ২২সেপ্টেম্বর ভোররাত আনুমানিক ৩টারদিকে টেকনাফ উপকূলীয় বাহারছড়ার শামলাপুর নৌকার ঘাট দিয়ে আইন-শৃংখলা রক্ষী বাহিনীকে ম্যানেজ করে বেশ কিছু লোক যাত্রা করলেও চোরাই পথে মালেশিয়া যাওয়ার সময় জনতার হাতে ৯যাত্রী আটক হয়। আটককৃতরা হল স্থানীয় জাহাজপুরার মৃত আমির হামজার পুত্র মোঃ করিম, ফরিদ আহাম্মদের পুত্র মোঃ ইসমাঈল, নতুনপাড়ার মুফিজ এর পুত্র আব্দুল করিম, মায়ানমার নাগরিক আবু ছিদ্দিকের পুত্র মোঃ শাকের, মৃত হাসান আহাম্মদের পুত্র জাহেদ, উখিয়া থাইংখালীর নজির আহাম্মদের পুত্র এনায়েত উল্লাহ, একই গ্রামের মৃত মোঃ ইসলাম এর পুত্র আলী আকবর,এছাড়া ফজল আহমদ, সোনা মিয়া। আটককৃতদের বাহারছড়া ফাঁড়িতে সোর্পদ করা হয়েছে। অন্যদিকে এলাকার প্রভাবশালী নেতা-কর্মীরা বিষয়টি ধামা-চাপা দেওয়ার জন্য জোর লবিং শুরু করেছে। #######################
Leave a Reply