বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের প্রতিটি ম্যাচ শেষে মানদণ্ডে মাপা হয় লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে। মুখোমুখি না হয়েও শ্রেষ্ঠত্বের দ্বৈরথে তারা মুখোমুখি। পরশুর বাউটে যেমন আর্জেন্টাইন জাদুকরকে পেছনে ফেলে এগিয়ে গেলেন পর্তুগিজ যুবরাজ।
স্প্যানিশ লা লিগায় রোনালদো গোলের খাতা খুললেন পরশু। তাঁর জোড়া গোলে গ্রানাদাকে ৩-০ ব্যবধানে হারিয়ে তৃতীয় ম্যাচে প্রথম জয় পেল রিয়াল মাদ্রিদ। আর মেসি তৃতীয় ম্যাচে এসে প্রথমবারের মতো ব্যর্থ জাল খুঁজে পেতে। বার্সেলোনার জয়যাত্রায় অবশ্য তাতে ছেদ পড়েনি। আদ্রিয়ানোর একমাত্র গোলে ভ্যালেন্সিয়াকে হারিয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের সবার ওপরে তারা।
‘লস চে’দের বিপক্ষে মেসি যেমন স্বরূপে ছিলেন না, সে রাতে ছিল না বার্সেলোনাও। প্রতি ম্যাচে যে অগুনতি গোলের সুযোগ তৈরি করে, সেটিও ছিল অনুপস্থিত। ২৩ মিনিটে ডি-বঙ্রে বাইরে থেকে আদ্রিয়ানোর একমাত্র গোলই হয়ে যায় ফল নির্ধারক। দ্বিতীয়ার্ধে বেশ কটি সুযোগ তৈরি করেও এর জবাব দিতে পারেনি ভ্যালেন্সিয়া। একবার বল জালে জড়ালেও অফসাইডের কারণে বাতিল হয়ে যায় গোল। বহিষ্কারাদেশের কারণে গ্যালারিতে বসে থাকা বার্সা কোচ তিতো ভিলানোভা অবশ্য জয়ের কারণে সন্তুষ্ট, ‘প্রথম তিন ম্যাচে জয় নিয়ে লা লিগা মৌসুম শুরু করা দারুণ ব্যাপার। তবে আমরা এখনো নিজেদের সেরাতে পৌঁছিনি। এই ম্যাচে যেমন প্রথমার্ধেই আরো গোল করে ওদের ম্যাচে ফেরার সম্ভাবনা শেষ করে দেওয়া যেত।’
অন্য ম্যাচে রিয়াল মাদ্রিদের সামনে সেভাবে দাঁড়াতেই পারেনি গ্রানাদা। ভ্যালেন্সিয়ার সঙ্গে ড্র আর গেতাফের কাছে হারের পর জয়ের জন্য তেতে ছিল হোসে মরিনহোর দল। ২৬ ও ৫৪ মিনিটে রোনালদোর ২ গোলে সেই জয় প্রায় নিশ্চিত করে ফেলে তারা। ৬০ মিনিটে গোমেজের লাল কার্ডে গ্রানাদা ১০ জনে পরিণত হলে রিয়ালের জয় নিয়ে সামান্যতম সংশয়ও যায় মুছে। পরে গনজালো হিগুয়াইনের গোলে ব্যবধান বেড়েছে কেবল। যদিও দলের পারফরম্যান্সে খুশি নন কোচ মরিনহো, ‘দল আজ খুব খারাপ খেলেনি। তবে আমার প্রত্যাশা আরো অনেক উঁচুতে। আমাদের আরো ভালো খেলা উচিত ছিল।’
ইংলিশ লিগে সাউদাম্পটনের বিপক্ষে হারতে হারতে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ঠিক তাদের মতোই! ১৬ মিনিটে পিছিয়ে পড়া ম্যানইউকে রবিন ফন পার্সি সমতায় ফিরিয়েছেন ২৩ মিনিটে। ৫৬ মিনিটে আবার পিছিয়ে পড়েছিল তারা। এরপর ৬৯ মিনিটে ফন পার্সি যখন পেনাল্টি মিস করেন, তৃতীয় ম্যাচে দ্বিতীয় পরাজয় তখন চোখ রাঙাচ্ছিল ‘রেড ডেভিল’দের। কিন্তু আরো অগণিত ম্যাচের মতো শেষ সময়ের জাদুতে কালও ঠিক জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। ৮৭ মিনিটের পর ইনজুরি সময়ের গোলে আসে অবিশ্বাস্য এই জয়। পেনাল্টি মিসের পরও হ্যাটট্রিক করে নায়ক আর্সেনাল থেকে আসা ফন পার্সি। শেষ বাঁশির পর ম্যানইউ কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের কণ্ঠে ছিল এই ডাচ ফরোয়ার্ডের প্রতি মুগ্ধতা, ‘দারুণ এক হ্যাটট্রিক করেছে ফন পার্সি। সময়ের সঙ্গে সঙ্গে ও আরো ক্ষুরধার হবে।’ ফন পার্সি নিজে অবশ্য পেনাল্টি মিসের কারণে হতাশ, ‘নিজের ওপর আমি খুব বিরক্ত। দল যখন ১-২ গোলে পিছিয়ে, তখন ওই রকম পেনাল্টি কোনোভাবেই গ্রহণযোগ্য না। ভাগ্য ভালো যে শেষ পর্যন্ত আমরা জিতে গিয়েছি। তার পরও বলব, পেনাল্টি মিস করার কারণে আমি যারপরনাই হতাশ।’
ফন পার্সির সাবেক ক্লাব আর্সেনাল পরশু তৃতীয় ম্যাচে এসে লিগে পেয়েছে প্রথম গোল। প্রথম জয়ও। দলে আসা নতুন দুই তারকা লুকাস পোডলস্কি ও সান্তি কাজোরলার লক্ষ্যভেদে লিভারপুলের মাঠে গিয়ে ২-০ গোলে জিতে এসেছে তারা। আর্সেনালের কোচ আর্সেন ওয়েঙ্গার তাই খুশি, ‘প্রতি ম্যাচেই আমরা আরো শানিত হচ্ছি। শুরুর দিকে গোলের কিছু সুযোগ মিস করলেও দলের সামগ্রিক পারফরম্যান্স ছিল দারুণ।’ তিন ম্যাচ শেষেও জয়হীন থাকায় লিভারপুল কোচ ব্রেন্ডন রজার্স ভীষণ হতাশ, ‘দলের এমন পারফরম্যান্সে তো সন্তুষ্ট হওয়ার উপায় নেই।’
ফ্রেঞ্চ লিগে চতুর্থ ম্যাচে এসে প্রথম জয় পেয়েছে প্যারিস সেন্ত জার্মেই। জ্লাতান ইব্রাহিমোভিচের জোড়া গোলে ২-১ ব্যবধানে হারিয়েছে লিলকে। ‘রক্ষণে আমরা ছিলাম সংগঠিত আর কাউন্টার অ্যাটাকে ইব্রাহিমোভিচের অবিশ্বাস্য সামর্থ্য পেরেছি কাজে লাগাতে। এমন শক্ত প্রতিপক্ষের মাঠে এসে জিতে যাওয়াটা দারুণ ব্যাপার। বিশেষত সেটি যদি হয় মৌসুমের প্রথম জয়’- তৃপ্তির সঙ্গে পিএসজি কোচ কার্লো আনচেলত্তির প্রতিক্রিয়া। ইতালিয়ান সিরি এ’তে টানা দ্বিতীয় ম্যাচ জিতেছে বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্তাস। উদিনেসেকে হারিয়েছে তারা ৪-১ গোলে। ইন্টার মিলান ১-৩ গোলে হেরে গেছে রোমার কাছে। আর জার্মান বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে স্টুটগার্টকে। ওয়েবসাইট
Leave a Reply